ব্রেকিং নিউজ
রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল দূর্বিষহ জীবন কাটাচ্ছে আগস্ট বিপ্লবের শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিকের কুড়িগ্রাম থানায় অভিযোগ

অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের হুমকির মুখে কৃষক

Ayesha Siddika | আপডেট: ১২ অক্টোবর ২০২৩ - ০৪:১৯:২৫ পিএম

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : ডামুড্যা উপজেলার ধনকাঠি বাড়ৈ কান্দি গ্রামের কয়েকজন কৃষক অবৈধ ড্রেজার মালিকদের হুমকির মুখে পড়েছে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কৃষকদের পক্ষ থেকে ডামুড্যা থানায় অভিযোগ করা হয়েছে। জানা গেছে, স্থানীয় রুবেল মাদবর, আজাহার মাদবর সহ ৫ জনে মিলে দুটি অবৈধ খনন মেশিন (ড্রেজার) তৈরী করেছে। সেই অবৈধ ড্রেজার দিয়ে ফসলী জমি ও রাস্তার পাশের খাল থেকে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। ইতোমধ্যে উপজেলার বিশ্বাস কান্দি ও বাড়ৈ কান্দি গ্রামের আব্দুল সিকদারের ফসলি জমির পাশ থেকে এবং সিরাজ মাদবরের বাড়ির পাশের খাল থেকে বালু উত্তোলন শুরু করে।

বিষয়টি ডামুড্যা উপজেলা প্রশাসনের দৃষ্টি গোচর হলে সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুটি ড্রেজারের পাইপ ধ্বংস করাসহ ড্রেজার মালিকদের নগদ অর্থ জরিমানা করেন। প্রশাসনকে আব্দুল হাই সিকদারের পরিবার থেকে সংবাদ দেওয়া হয়েছে মর্মে সন্দেহে করছেন ড্রেজার মালিকরা। এখন তারা আব্দুল হাই সিকদার ও তার পরিবারের সদস্যদের মারধর করার জন্য হুমকি দিয়ে আসছে। অপর দিকে আব্দুল হাই সিকদার ও তার পরিবার ড্রেজার মালিকদের মারধরের ভয়ে বসত ঘরে তালা মেরে পালিয়ে বেড়াচ্ছেন।

আবদুল হাই সিকদার বলেন, আমার আমন ধান খেতের পাশ থেকে ড্রেজার দিয়ে বালু তুলতেছে। আমি ইউপি সদস্যসহ স্থানীয়দের কাছে অভিযোগ জানিয়েছি। প্রশাসন কিভাবে সংবাদ পেয়েছে তা আমি জানিনা। গত ১০ অক্টোবর ডামুড্যা উপজেলা প্রশাসন সেখানে এসে ড্রেজারের পাইপ ধ্বংস করেছে আর জরিমানা করেছে। আমি প্রশাসনকে খবর দিয়েছি ভেবে ড্রেজার মালিকরা আমাকে ও আমার পরিবারকে মারধর করার হুমকি দিতেছে। তাদের ভয়ে আমি পরিবারসহ বাড়ি থেকে চলে আসছি। বিষয়টি এখন ডামুড্যা থানা পুলিশকে অবগত করেছি। স্থানীয় ইউপি সদস্য আহাম্মদ আলী বেপারী বলেন, ড্রেজার ভাংচুরের পর ড্রেজার মালিকরা সন্দেহ ভাজন কয়েকজনের উপর চড়াও হয়েছিল। আমি ড্রেজার মালিকদের ডেকে বলেছি, ‘অবৈধ ব্যবসা করতে হলে জেল জরিমানা মেনে নিতে হবে। এ নিয়ে কাউকে দোষারূপ করা যাবে না।

এলাকায় গিয়ে ড্রেজার মালিকদের সাথে কথা বলা সম্ভব হয়নি। ড্রেজার মালিকদের পক্ষে একজন জানায়, ড্রেজার সরিয়ে নেয়ার প্রস্তুতি চলছে। এলাকার পরিস্থিতি এখন অনেকটা শান্ত। ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার বলেন, ধানকাঠি ইউনিয়নের বাড়ৈ কান্দি ও বিশ্বাস কান্দিতে অবৈধ ড্রেজার দিয়ে ফসলি জমি ও সরকারী খাল থেকে বালু উত্তোলনের সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করি। ড্রেজারের পাইপ ধ্বংস ও ড্রেজার মালিক পক্ষকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। আবারও বালু উত্তোলনের চেষ্টা করা হলে ড্রেজার ধ্বংস করা হবে।

 

 

কিউটিভি/আয়শা/১২ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:১৮

▎সর্বশেষ

ad