
আন্তর্জাতিক ডেস্ক : এবার যুক্তরাষ্ট্রকে ‘সত্যিকারের মিথ্যার সাম্রাজ্য’ বলে অভিহিত করেছে পূর্ব এশিয়ার দেশ চীন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক প্রতিবেদনের সমালোচনা করে শনিবার এমন মন্তব্য করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
সম্প্রতি চীনকে নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সেই প্রতিবেদনে বলা হয়, সারাবিশ্বে তথ্য নিয়ে কারসাজির অংশ হিসেবে কোটি কোটি ডলার ঢালছে চীন। সেন্সরশিপ, ডেটা সংগ্রহ ও গোপনে বিভিন্ন বিদেশি সংবাদমাধ্যম কেনার মাধ্যমে বিশ্ব গণমাধ্যমে কারসাজি করছে দেশটি।
এ ছাড়া প্রতিবেদনে আরও বলা হয়, নজিরবিহীন অর্থ বিনিয়োগ সত্ত্বেও বিশ্বের গণতান্ত্রিক দেশে বিপর্যয়ের মুখে পড়েছে তাদের এই প্রচারাভিযান। স্থানীয় গণমাধ্যম ও সুশীল সমাজের বাধাকে কারণ হিসেবে বলা হয়েছে।
তবে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে সত্যকে উপেক্ষা করা হয়েছে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এটি মিথ্যা তথ্যভিত্তিক প্রতিবেদন বলছে তারা।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের যেসব সংস্থা এ প্রতিবেদন তৈরি করেছে সেগুলো নিজেরাই ভুল তথ্যের উৎস। বিভিন্ন তথ্য-প্রমাণে উঠে এসেছে যুক্তরাষ্ট্রই সত্যিকারের মিথ্যার সাম্রাজ্য।
সাম্প্রতিক বছরগুলোতে তার সরকারনিয়ন্ত্রিত মিডিয়ার বৈশ্বিক পদচিহ্ন বাড়ানোর জন্য চীনের প্রচেষ্টা নিয়ে বিতর্কের মধ্যেই এই মার্কিন প্রতিবেদনটি এসেছে। বেইজিং চীনের নেতিবাচক চিত্রগুলোকে মোকাবিলা করতে চাইছে, যা বিশ্ব মিডিয়া দ্বারা প্রচারিত বলে মনে হয়।
কিউটিভি/আয়শা/০১ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৩৮