সৌদিতে গ্রেপ্তার আরও ১১৪৬৫ অভিবাসী

uploader3 | আপডেট: ০১ অক্টোবর ২০২৩ - ০৫:১৬:৫১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে গত এক সপ্তাহে প্রায় ১১ হাজার ৪৬৫ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির আবাসিক, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘন করায় তাদের গ্রেপ্তার করা হয়। সৌদি প্রেস এজেন্সির বরাতে গতকাল শনিবার (৩০ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে দেশটির আবাসিক আইন লঙ্ঘনকারী সাত হাজার ১৯৯ জন। সীমান্ত নিরাপত্তা নিয়ম লঙ্ঘনকারী দুই হাজার ৮৮২ জন এবং শ্রম বিধি লঙ্ঘনকারী এক হাজার ৩৮৪ জন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যারা অনুপ্রবেশকারীদের দেশে প্রবেশের সুবিধা দেবে বা তাদের পরিবহন, আশ্রয় বা যে কোনও ধরনের সহায়তা দেবে তাদের সর্বোচ্চ ১৫ বছরের জেল এবং এক মিলিয়ন সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। সেইসঙ্গে পরিবহন এবং বাসস্থান বাজেয়াপ্ত করা হতে পারে।

প্রায় তিন কোটি ৪৮ লাখ জনসংখ্যার দেশ সৌদি আরবে বিপুলসংখ্যক অভিবাসী শ্রমিক রয়েছে। সৌদি গণমাধ্যম নিয়মিতভাবে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারের খবর দিয়ে চলেছে।

কিউটিভি/অনিমা/০১ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:১৬

▎সর্বশেষ

ad