
ডেস্ক নিউজ : খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন আইন মন্ত্রণালয় থেকে নাকচ করার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
রবিবার (১ অক্টোবর) এক ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন, এ মতামত খালেদা জিয়ার সঙ্গে ভয়ঙ্কর তামাশা।
তিনি বলেন, সরকার চাইলে তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দিতে পারে। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন আইনগতভাবে বিবেচনা না করে রাজনৈতিকভাবে বিবেচনা করা হয়েছে। এই সিদ্ধান্তে আবারও প্রমাণিত দেশে আইনের শাসন নেই।
কায়সার কামাল বলেন, আইনমন্ত্রী পাবলিকলি বলেছিলেন, আবেদন করা হলে সুবিবেচনা করা হবে। তারই পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। কিন্তু আইনমন্ত্রী এখন ৪০১ ধারার কথা বলছেন। অথচ, এই ধারা অনুযায়ী সরকার নির্বাহী আদেশে খালেদা জিয়াকে মুক্তি দিয়েছে। একই ক্ষমতাবলে সরকার চাইলে তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দিতে পারে।
এর আগে, রবিবার দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদনের বিবেচনার সুযোগ নেই। বিদেশ যেতে হলে তাকে জেলে গিয়ে পরে আদালতে আবেদন করতে হবে।
তিনি বলেন, খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে যে আবেদন করা হয়েছিল তার প্রেক্ষিতে সরকার ৪০১ ধারা অনুযায়ী তাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছে। এই আবেদনটি একবার নিষ্পত্তি হয়ে গেছে। এটি নিয়ে দ্বিতীয়বার আর কোনো কথা বলার সুযোগ নেই।
কিউটিভি/অনিমা/০১ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৪৪