
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে শুক্রবার মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত মিছিলে আত্মঘাতী বোমা হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ কে জড়িত থাকার জন্য অভিযুক্ত করেছে পাকিস্তানের সরকার।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বেলুচিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশের মাস্তুংয়ের একটি মসজিদে জুম্মার নামাজ শেষে মিছিলের জন্য জড়ো হন মানুষ। তখনই এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, এ বিস্ফোরণের অপরাধীদের খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান সরকার। এবং এ হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থাকে জড়িত থাকার জন্য অভিযুক্ত করেছে দেশটি৷
বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি জানান, “মাস্তুং আত্মঘাতী বোমা হামলায় জড়িতদের বিরুদ্ধে পাকিস্তান সরকারের পাশাপাশি বেসামরিক, সামরিক এবং অন্যান্য সমস্ত প্রতিষ্ঠান যৌথভাবে অভিযান চালাবে।”
এ সময় তিনি ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (RAW) এর কথা উল্লেখ করে বলেন, “এই আত্মঘাতী হামলায় র জড়িত।” তবে র জড়িত থাকার বিষয়ে বিস্তারিত কোন তথ্য প্রমাণ দেননি তিনি।
রয়টার্স জানায়, পাকিস্তানি কর্মকর্তারা দীর্ঘদিন ধরেই পাকিস্তানের সহিংস গোষ্ঠীগুলোকে ভারত পৃষ্ঠপোষকতা করছে এমন দাবি জানিয়ে আসছে। তবে এ দাবি সব সময়ই অস্বীকার করে আসছে ভারত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে রয়টার্সের অনুরোধের জবাব দেননি বলে জানায় বার্তাসংস্থাটি।
এদিকে বেলুচিস্তানের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র ওয়াসিম বেগ জানিয়েছেন যে, শুক্রবার থেকে হাসপাতালে আরও সাতজন মারা গেছেন। রোগীদের অবস্থা গুরুতর থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
অন্যদিকে শুক্রবার উত্তর খাইবার পাখতুনখোয়ায় আরেকটি মসজিদে দ্বিতীয় হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছে।
শনিবার পুলিশ তদন্ত শুরু করার জন্য একটি প্রতিবেদন দাখিল করে জানিয়েছে যে তারা আত্মঘাতী বোমা হামলাকারীর ডিএনএ বিশ্লেষণের জন্য পাঠিয়েছে।
কিউটিভি/অনিমা/০১ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৪১