স্পোর্টস ডেস্ক : রঙিন পোশাকের অন্যতম সেরা তারকা ক্রিস গেইল! এবারের বিশ্বকাপে অবশ্য তার দেশ ওয়েস্ট ইন্ডিজ নেই। তবে আলোচনায় আছেন তিনিও। ইউনিভার্স বসের মতে এবারের আসরের ফাইনালে খেলবে স্বাগতিক ভারত ও পাকিস্তান। এ সম্পর্কে স্টার স্পোর্টসকে তিনি বলেছেন, ‘ভারত ও পাকিস্তান এবার ফাইনাল খেলবে।’ গেইলের মতো একই বিন্দুতে শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন ও ভারতের দিনেশ কার্তিক।
তবে পাকিস্তানের ওয়াকার ইউনিস নিজ দেশকে বিশ্বকাপের ফাইনালে দেখছেন না। তিনি মনে করেন, এবার ফাইনাল খেলবে স্বাগতিকরা, তাদের প্রতিপক্ষ হবে জস বাটলারের ইংল্যান্ড। ইংল্যান্ড গত বছরও ফাইনাল খেলেছে। যেখানে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে তারা।
এবারের বিশ্বকাপে শক্তিশালী দল নিয়েই অংশ নিচ্ছে দক্ষিণ আফ্রিকা। তবুও তাদের ফাইনালে দেখছেন না দেশটির সাবেক ক্রিকেটার জ্যাক ক্যালিস, ফাফ ডু প্লেসি ও ডেল স্টেইন। ক্যালিসের মতে, শিরোপা নির্ধারণী ম্যাচে লড়াই করবে ইংল্যান্ড ও ভারত। ডু প্লেসি মনে করছেন, ফাইনাল হবে অস্ট্রেলিয়া/নিউজিল্যান্ডের একটির সঙ্গে ভারতের। ডেল স্টেইনের বাছাই ভারত ও ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন ও অ্যারন ফিঞ্চ নিজ দেশকে ফাইনালে দেখছেন। ওয়াটসন বলেন, ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ হবে ভারত। আর ফিঞ্চের মতে, অজিদের বিপক্ষে ফাইনালে লড়বে দক্ষিণ আফ্রিকা।
কিউটিভি/আয়শা/০১ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৩৪