ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

বিশ্বকাপের দল থেকে বাদ, ক্ষোভ উগরে দিলেন চাহাল

uploader3 | আপডেট: ০১ অক্টোবর ২০২৩ - ০৪:১১:৩৪ পিএম

স্পোর্টস ডেস্ক : ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে তাকে সুযোগ দেওয়া হয়নি। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকলেও, একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি যুজবেন্দ্র চাহাল। আর এবার বিশ্বকাপের দল থেকেও ছাঁটাই হয়েছেন এই লেগ স্পিনার। চাহালের বাদ যাওয়ায় ক্রিকেট দুনিয়া তোলপাড়। এমন পরিস্থিতিতে নিজের ক্ষোভ উগরে দিলেন টিম ইন্ডিয়ার এই তারকা ক্রিকেটার।

বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে গেলেও, ঘরে বসে নেই এই লেগ স্পিনার। বরং তিনি ইংল্যান্ডে চলে গেছেন। কেন্টের হয়ে খেলছেন কাউন্টি ক্রিকেট। সেখানে একটি সংবাদমাধ্যমকে চাহাল বলেন, এটা তো বিশ্বকাপ। ১৫ জনের বেশি তো দলে নেওয়া যায় না। তাই বাদ গেলাম। আন্তর্জাতিক কেরিয়ার থেকে তিনটি আইসিসি ইভেন্ট চোখের সামনে থেকে চলে গেল। পারফরম্যান্স থাকার পরেও তাকে কাপ যুদ্ধের দলে সুযোগ দিলেন না অধিনায়ক রোহিত শর্মা ও হেড কোচ রাহুল দ্রাবিড়। তাই নিজের ক্ষোভও লুকিয়ে রাখতে পারলেন না। ঘটালেন বিস্ফোরণ।

চাহাল বলেন, আমার খারাপ লেগেছে। বিশ্বকাপের দলে জায়গা না পেয়ে খুবই খারাপ লেগেছে। তবে সেটা নিয়ে ভাবলে তো চলবে না। এগিয়ে যেতেই হবে। সত্যি বলতে এই সব ব্যাপারগুলো আমার গা সওয়া হয়ে গেছে! আর তাই ঘরে না বসে থেকে কাউন্টি খেলতে চলে এলাম। কারণ ক্রিকেট খেলাই আমার একমাত্র লক্ষ্য।

[ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাকে ব্রাত্য করলেও, কেন্টের হয়ে দারুণ পারফরম্যান্স করছেন এই লেগ স্পিনার। নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে ৬৩ রানে ৩ ও ৪৩ রানে ২ উইকেট নেওয়ার পর ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধেও তিনি সফল। প্রথম ইনিংসে ৭০ রানে ২ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৭০ রানে ২ উইকেট নিয়েছেন তিনি।

এখনও তার টেস্ট অভিষেক ঘটেনি। তবে সীমিত ওভারের ক্রিকেটে তিনি ভারতের অন্যতম সেরা ম্যাচ উইনার। তবুও চাহালের কেরিয়ার থেকে তিনটি বিশ্বকাপ বাদ চলে গেল! এহেন চাহাল কি আবার ভারতীয় দলে ফিরতে পারবেন? ফিরলেও কি বিশ্বকাপ দলে না থাকার যন্ত্রণা কি তার কমবে? প্রশ্নটা কিন্তু থেকেই গেল।

কিউটিভি/অনিমা/০১ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:১১

▎সর্বশেষ

ad