ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

৫৬ বছর আগের গান নিয়ে শ্রীলেখার নতুন ভিডিও, যা বলছেন ভক্তরা

Ayesha Siddika | আপডেট: ০১ অক্টোবর ২০২৩ - ০৪:০৩:১৬ পিএম

বিনোদন ডেস্ক : বাড়িতেই শাড়ি পরে সেজেগুজে রিল ভিডিও পোস্ট করলেন শ্রীলেখা মিত্র। অভিনেত্রী ফিরে গেলেন ৫৬ বছর আগে। ১৯৬৭ সালের সেই বিখ্যাত ছবি ‘জুয়েল থিফ’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন দেব আনন্দ ও বৈজয়ন্তীমালা। 

হালকা খয়েরি শাড়ির সঙ্গে মানানসই মেকআপ করে, দুদিকে খোঁপা করে, কানের দুল এবং গাঢ় রঙের লিপস্টিক পরে দেখা গেল অভিনেত্রীকে। ভিডিও পোস্ট করে শ্রীলেখা লেখেন— ‘ঠোঁটে ঠোঁটে ব্যারিকেড।’

সাধারণত খুব যে রিল ভিডিও তৈরি করেন শ্রীলেখা তেমনটি নয়। যদিও ফেসবুকে খুবই সক্রিয় অভিনেত্রী। কিন্তু ইনস্টাগ্রামে সচরাচর ভিডিও পোস্ট করতে দেখা যায় না। তাই অভিনেত্রীর এই ভিডিও দেখে অবাক অনেকেই।

তুলনাও শুরু হয়েছে রীতিমতো। ভিডিওর মন্তব্য বাক্স ভরে গেছে। তারই মধ্যে একজন লিখেছেন— ‘বাজারে স্বস্তিকা মুখোপাধ্যায়ের প্রতিযোগী একটাই।’ 

এই মন্তব্যের উত্তরে আরও বেশ কিছু মন্তব্য দেখা গেছে। অনেকেই লিখেছেন— ঠিক। সত্যিই কি স্বস্তিকার সঙ্গে প্রতিযোগিতা করতে পারবেন শ্রীলেখা? 

সে ক্ষেত্রে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি কখনো এ বিষয়ে বিশ্বাস করেন না। মানুষ নানা ধরনের মন্তব্য রটায়। কিন্তু এমন সব মন্তব্যে গুরুত্ব দিতে রাজি নন তিনি।

বেশ অনেক দিন হলো ‘পারিয়া’ ছবির শুটিং শেষ করেছেন অভিনেত্রী। নতুন কিছু শুরু করার খবর এখনো শোনা যায়নি। তবে নিজের মতো করে ছবি তৈরির ইচ্ছা শ্রীলেখার। সঠিক প্রযোজক পেলেই শুরু করবেন পরিচালনার কাজ।

 

কিউটিভি/আয়শা/০১ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:০০

▎সর্বশেষ

ad