পাকিস্তানকে ৪০০ রানের পরামর্শ দিলেন রমিজ রাজা

Ayesha Siddika | আপডেট: ০১ অক্টোবর ২০২৩ - ০৩:৫০:২৩ পিএম

স্পোর্টস ডেস্ক : গত ২৯ সেপ্টেম্বর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও নিউজিল্যান্ড। ম্যাচটিতে ৫০ ওভারে ৩৪৫ রান করেও জিততে পারেনি পাকিস্তান। হারিস রউফ, হাসান আলি, মোহাম্মদ ওয়াসিম কিংবা নেওয়াজদের নির্বিষ বোলিংয়ে মাত্র ৪৩.৪ ওভারেই জয় তুলে নিয়েছে কিউইরা। 

এমন ম্যাচের পরে কিছুটা হতাশ হয়েছে রমিজ রাজা। তিনি বলেছেন, ‘ম্যাচটি কেবল প্রস্তুতি ম্যাচ ছিল, সেটি আমি জানি। তবে জয়ের আনন্দ অন্যরকম। সেটি অভ্যাসে রাখতে হয়। যেখানে পাকিস্তান উল্টো অভ্যাসের মধ্যে রয়েছে। সুতরাং এই অভ্যাস পরিবর্তন করে জয়ের দিকে মনোযোগ দিতে হবে।’

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি রমিজ রাজা বলেছেন, ‘বিশ্বকাপে যদি ভারতের উইকেট এমনই হয় এবং ওই ম্যাচের মতোই বোলাররা ব্যর্থ হয়, তবে ব্যাটস্যানদের ৪০০ রান করতে হবে। তাতে দলকে ভিন্ন কৌশল গ্রহণ করতে হবে। ম্যাচের প্রথমদিকে আমরা বেশ রক্ষণাত্মকভাবে খেলছি। সেখানে ঝুঁকি নিতে হবে, ইনিংস বড় করতে হবে।’

 

 

কিউটিভি/আয়শা/০১ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৪৮

▎সর্বশেষ

ad