
স্পোর্টস ডেস্ক : ২০১৪ সালের এশিয়া কাপে শহিদ আফ্রিদির আইকনিক ছক্কার প্রশংসা করলেন ভারতীয় অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
ক্রিকেট পাকিস্তানের খবরে বলা হয়, বাংলাদেশের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের মধ্যে স্মরণীয় এশিয়া কাপ ২০১৪ ম্যাচে ভারত তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে জয়ের জন্য প্রস্তুত বলে মনে হয়েছিল। যাই হোক, খেলাটি একটি নাটকীয় মোড় নেয় যখন শহিদ আফ্রিদি অশ্বিনের বিরুদ্ধে দুটি অসাধারণ ছক্কা মেরে পাকিস্তানের জন্য একটি জয় নিশ্চিত করে এবং ভারত টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।
সম্প্রতি অশ্বিন আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর ধারাভাষ্য প্যানেলের দীনেশ কার্তিকের সঙ্গে একটি কথোপকথন শেয়ার করেছেন, যেখানে তিনি এ বিষয়ে কথা বলেন। একজন ভক্ত অশ্বিনকে আফ্রিদির ছক্কার কথা মনে করিয়ে দিয়ে একটি কৌতুকপূর্ণ অভিব্যক্তি দেখিয়েছেন।
অবশ্য ভক্তের এমন অভিব্যক্তিতে অশ্বিন স্বীকার করেছেন যে, আফ্রিদি তার বিরুদ্ধে সত্যিই হৃদয়স্পর্শী শট খেলেছেন। ওই সময় তিনি সদয়ভাবে উত্তর দিয়ে বলেন, ওইগুলো সত্যিই ভালো শট ছিল, ম্যান। সত্যিই একজন দুর্দান্ত স্ট্রাইকার হিসেবে তার প্রশংসা করেন অশ্বিন।
কিউটিভি/অনিমা/০১ অক্টোবর ২০২৩,/সকাল ১১:০৮