বিএনপি‘র খুলনা বিভাগীয় রোডমার্চ চলছে

superadmin | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ - ০৪:০৯:২৫ পিএম

ডেস্কনিউজঃ সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তির লক্ষ্যে এক দফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে খুলনা বিভাগীয় রোডমার্চ করছে বিএনপি।

ঝিনাইদহ বাসস্ট্যান্ডে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হয় রোডমার্চপূর্ব সমাবেশ। এর আগে দেশাত্ববোধক সংগীত পরিবেশন করেন জাসাসের শিল্পীরা। খুলনা বিভাগের বিভিন্ন জেলার নেতা এবং কেন্দ্রীয় নেতারা এতে বক্তব্য রাখেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং গয়েশ্বর চন্দ্র রায় থাকছেন রোডমার্চের নেতৃত্বে। রোডমার্চটি ঝিনাইদহ থেকে মাগুরা-যশোর হয়ে খুলনার উদ্দেশে যাত্রা করবে।

সমাবেশে বিএনপি নেতারা বলেন, সারা দেশে বিএনপির তৃণমুলের নেতাকর্মিরা জেগে উঠেছে। এছাড়া দুর্নীতি, লুটপাট, অর্থপাচার এবং দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ বিএনপির পাশে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক বিশ্বও বলছে সুষ্ঠ নির্বাচনের জন্য। অবিলম্বে নিরপেক্ষ সরকারের কাছে দায়িত্ব দিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানান বিএনপি নেতারা।

বিপুল/২৬.০৯.২০২৩/ বিকাল ৪.০৫

▎সর্বশেষ

ad