শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবসরপ্রাপ্ত উপ-মহাপরিচালক হিরা মিয়া বলেছেন, দেশের বিপুল জনগোষ্ঠীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা এবং আর্থ-সামাজিক উন্নয়ন ও অগ্রযাত্রায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের আমলে এ বাহিনীর ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। পাশাপাশি তিনি বাহিনীর সুনাম অক্ষুণ্ন রাখতে সদস্য-সদস্যাদের কর্মদক্ষতা বৃদ্ধি ও পেশাদারিত্বের প্রতি গুরুত্বারোপ করে সুশৃঙ্খলভাবে অর্পিত দায়িত্ব পালনে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
জেলা শিল্পকলা একাডেমির হলরুমে অনুষ্ঠিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট জেলার ‘জেলা সমাবেশ-২০২৩’ এ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায়, সর্বত্র আমরা’ এই মূলমন্ত্রকে সামনে রেখে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট জনাব আলী রেজা রাব্বী এর সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলার উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তানিয়া লাইজু খানম এর সঞ্চলনায় প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মো. নূরুল হাসান ফরিদী বলেন, দেশের উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকতা রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আধুনিক মানের এবং আরো যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে। এ জন্য ব্যাপক প্রশিক্ষণের মাধ্যমে সদস্য-সদস্যাদেরকে প্রশিক্ষিত করে গড়ে তোলা হচ্ছে।
যাতে এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তারা নিজেরা সাবলম্বী এবং সুখী সমৃদ্ধ দেশ গড়ায় অবদান রাখতে পারে। উক্ত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রেখেছেন, মুহাম্মদ মেহেদী হাসান, পরিচালক, ২৪ আনসার ব্যাটালিয়ন, কালাপুর, শ্রীমঙ্গল,মৌলভীবাজার ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, সিলেটের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আব্দুল বারী ভূঞা এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী হবিগঞ্জ জেলার জেলা কমান্ড্যান্ট অরূপ রতন পাল।
আরো উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেটের সহকারী জেলা কমান্ড্যান্ট তানিয়া আক্তার, সিলেট জেলার সার্কেল এ্যাডজুট্যান্ট এ এস এম এনামুল হক, দল নেতা ইমতিয়াজ রহমান ইনু ও সিলেট জেলার সকল উপজেলা কর্মকর্তাগণ ও কর্মচারীগণ। এছাড়া বিভিন্ন উপজেলা হতে আগত ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, উপজেলা কোম্পানি কমান্ডার, ইউনিয়ন প্লাটুন কমান্ডার সহ বাহিনীর তৃণমূল পর্যায়ের সদস্য-সদস্যাগণ সহ প্রায় ৩০০ জন সদস্য উপস্থিত ছিলেন।
সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ২০ টি বাইসাইকেল সহ মোট ৬০ টি পুরুষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন হাফেজ আব্দুস সালাম ও পবিত্র গীতা থেকে পাঠ করেন উজ্জল বিশ্বাস।
কিউটিভি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৫৩