
ডেস্ক নিউজ : শুক্রবার (৭ জুলাই) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুয়েতের আরদিয়ার একটি তাঁবুতে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েতের সভাপতি হাফেজ মাওলানা নুরুল আলম।
মাওলানা নুরুল আলম বলেন, সংস্কৃতিকে সুন্দর, গঠনমূলক ও নিয়মের সীমায় সাজালে সেই সংস্কৃতি মানুষকে কোনোদিন বিপদগ্রস্ত করে না। অপসংস্কৃতির আগ্রাসন থেকে শিশু ও যুব সমাজকে রক্ষা করতে সুস্থ সংস্কৃতির বিকল্প নেই। সুস্থ সংস্কৃতির প্রচলন, লালন ও চর্চার মধ্যদিয়ে একটি আদর্শিক মানুষ গঠন করা সম্ভব।
অনির্বাণ শিল্পীগোষ্ঠী কুয়েত এর সভাপতি এ কে এম শামসুদ্দোহা সময় সংবাদকে জানান, প্রবাসী বাংলাদেশীরা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের খবর পেলেই হুমড়ি খেয়ে পড়ে। এর ব্যতিক্রম ঘটেনি এখানেও। হাজারও প্রবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায়। অনুষ্ঠান উপভোগ করেন আনন্দচিত্তে। আদর্শিক মানুষ গঠনে কাজ করছে অনির্বাণ শিল্পীগোষ্ঠী।
অনুষ্ঠানে হামদ, নাত, ইসলামী সংগীতসহ বর্তমান সমাজের বিভিন্ন বিষয়ের ওপর একাধিক শিক্ষামূলক নাটিকা মঞ্চস্থ হয়। কুয়েতে প্রবাসী বাংলাদেশীদের বিনোদন বলতে বৈশাখী মেলা, বসন্ত উৎসব অথবা বিভিন্ন সংগঠন কর্তৃক কিছু অনুষ্ঠান যা তুলনায় অনেক কম। প্রবাসীরা মনে করছেন প্রতিনিয়ত এমন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলে প্রবাসেও বিকশিত হবে বাংলার সংস্কৃতি।
কিউটিভি/আয়শা/০৮ জুলাই ২০২৩,/বিকাল ৪:২৮