ব্রেকিং নিউজ
জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী কুড়িগ্রামে ছাত্রদলের উদ্যোগে পালিত হাইকোর্টে ড. ইউনূসের আবেদন খারিজ, ১২ কোটি টাকা কর দিতে হবে রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা লড়াই করছি : মির্জা ফখরুল ‘নাহিদ-রুমকীর ক্যাম্পাস উপাখ্যান’ ৯০’র গণ অভ্যুত্থানের ইতিহাস-রিজভী সরকারের হিংস্রতা রাজপথে,কারাগারে সমভাবে বিরাজমান : রিজভী রিজভী’র কারামুক্তিতে ‘রিজভী মুক্তি পরিষদ’র সন্তোষ প্রকাশ মির্জাপুরে কৃষক দলের ইফতার, আলোচনা সভায় যা বললেন সাঈদ সোহরাব একজন দেশপ্রেমিক জাফরুল্লাহ চৌধুরীর চির বিদায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সেবা বঞ্চিত কুড়িগ্রাম বাসী

মালয়েশিয়ার বিপক্ষে হারল বাংলাদেশ

Ayesha Siddika | আপডেট: ২৫ মে ২০২৩ - ০৯:০০:০৪ পিএম

স্পোর্টস ডেস্ক : ওমানের সালালাহ শহরে আয়োজিত হচ্ছে জুনিয়র এশিয়া কাপ হকি। প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে জয় দিয়ে যাত্রা শুরু করলেও দ্বিতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ৫-১ গোলে হেরেছে মামুনুর রশীদের শিষ্যরা। বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ।

মালয়েশিয়ার হয়ে হ্যাটট্রিক করেছেন শামিহ এরফান সুহাইমি। ম্যাচের ৮ মিনিটে শফিক ইকবাল দানিয়েল গোল করে মালয়েশিয়াকে এগিয়ে নেন। ৫ মিনিট পর পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন শামিহ। ১৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে শামীম নাইম তৃতীয় গোল করে আক্ষরিক অর্থে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন। তিন গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করে। দ্বিতীয় কোয়ার্টারে কোনও দলই গোল করতে পারেনি।৩৭ মিনিটে এক গোল শোধ দেয় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে ব্যবধান কমান মোহাম্মদ আব্দুল্লাহ।

মালয়েশিয়া আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নিলে বাংলাদেশ শেষ কোয়ার্টারে লড়াই করতে পারেনি। শামিহ হ্যাটট্রিক করে লাল-সবুজ দলকে বড় ব্যবধানে হারাতে ভূমিকা রেখেছেন। পেনাল্টি কর্নার থেকে ৪৩ ও ৫৯ মিনিটে দুটি গোল করেন তিনি। শেষ পর্যন্ত এই স্কোরলাইন ধরে রেখে মালয়েশিয়া টার্ফ ছেড়েছে।

 

 

কিউটিভি/আয়শা/২৫ মে ২০২৩,/রাত ৯:০০

▎সর্বশেষ

ad