ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

মালয়েশিয়ার বিপক্ষে হারল বাংলাদেশ

Ayesha Siddika | আপডেট: ২৫ মে ২০২৩ - ০৯:০০:০৪ পিএম

স্পোর্টস ডেস্ক : ওমানের সালালাহ শহরে আয়োজিত হচ্ছে জুনিয়র এশিয়া কাপ হকি। প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে জয় দিয়ে যাত্রা শুরু করলেও দ্বিতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ৫-১ গোলে হেরেছে মামুনুর রশীদের শিষ্যরা। বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ।

মালয়েশিয়ার হয়ে হ্যাটট্রিক করেছেন শামিহ এরফান সুহাইমি। ম্যাচের ৮ মিনিটে শফিক ইকবাল দানিয়েল গোল করে মালয়েশিয়াকে এগিয়ে নেন। ৫ মিনিট পর পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন শামিহ। ১৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে শামীম নাইম তৃতীয় গোল করে আক্ষরিক অর্থে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন। তিন গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করে। দ্বিতীয় কোয়ার্টারে কোনও দলই গোল করতে পারেনি।৩৭ মিনিটে এক গোল শোধ দেয় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে ব্যবধান কমান মোহাম্মদ আব্দুল্লাহ।

মালয়েশিয়া আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নিলে বাংলাদেশ শেষ কোয়ার্টারে লড়াই করতে পারেনি। শামিহ হ্যাটট্রিক করে লাল-সবুজ দলকে বড় ব্যবধানে হারাতে ভূমিকা রেখেছেন। পেনাল্টি কর্নার থেকে ৪৩ ও ৫৯ মিনিটে দুটি গোল করেন তিনি। শেষ পর্যন্ত এই স্কোরলাইন ধরে রেখে মালয়েশিয়া টার্ফ ছেড়েছে।

 

 

কিউটিভি/আয়শা/২৫ মে ২০২৩,/রাত ৯:০০

▎সর্বশেষ

ad