ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন যুবলীগ

Ayesha Siddika | আপডেট: ০৯ মে ২০২৩ - ০৬:৩০:৫০ পিএম
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি :  প্রধানমন্ত্রীর নির্দেশে নওগাঁয় বোরো মৌসুমে এক কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন যুবলীগের নেতাকর্মীরা। সোমবার (৯ মে) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত নওগাঁ সদর উপজেলার চন্ডীপুর ইউনিয়নের শিমুলিয়া গ্রামের কৃষক তৌফিক মন্ডল বাবুর ৩০ শতক জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেন তারা। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়ের নেতৃত্বে যুবলীগের ২৫-৩০ জন নেতাকর্মীরা এতে অংশ নেয়।
কৃষক তৌফিক মন্ডল বাবু বলেন, তিনি এবার দুই বিঘা জমিতে বোরো ধান চাষ করেছিলেন। কয়েকদিন আগেই তার জমির ধান পেকে গেলেও মজুরি বেশি হওযায় ও শ্রমিক না পেয়ে পাকা ধান ঘরে তুলতে পারছিলেন না। পরে যুবলীগের নেতাকর্মীরা বিনা পারিশ্রমিকে আজকে সকাল থেকে ৩০ শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় বলেন, কৃষকরা কষ্ট করে তাদের সোনার ফসল ফলান। অনেক কৃষক পাকা ধান ঘরে তোলা নিয়ে দু:চিন্তায় থাকে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে ও যুবলীগের চেয়ারম্যন এবং সাধারন সম্পাদকের দিক-নির্দেশনায় কৃষকদের সুবিধার জন্য আজকে এক কৃষকের ধান কেটে দেওয়া হয়েছে।
তিনি বলেন, নওগাঁ যুবলীগ কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছে। এ জন্য জেলার ৯৯টি ইউনিয়নে টিম গঠন করেছে। যদি কোনো কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে না পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করলে যুবলীগ নেতা-কর্মীরা সেসব কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিবে।

 

 

কিউটিভি/আয়শা/০৯ মে ২০২৩,/সন্ধ্যা ৬:৩০

▎সর্বশেষ

ad