ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

এবার ইউক্রেনে ১৩টি যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা স্লোভাকিয়ার

uploader3 | আপডেট: ১৭ মার্চ ২০২৩ - ০৭:৪৫:১৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : পোল্যান্ডের ঘোষণার মাত্র একদিন পর এবার দ্বিতীয় দেশ হিসেবে ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিল স্লোভাকিয়া। খবর আলজাজিরার। 

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী এডুয়ার্ড হেগের জানান, ইউক্রেনে মিগ-২৯ যুদ্ধবিমান পাঠানোর প্রস্তাব অনুমোদন করেছে দেশটির সরকার।  

দেশটি জানায়, রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে ইউক্রেনকে ১৩টি মিগ-২৯ যুদ্ধবিমান পাঠাবে স্লোভাকিয়া। 

এদিকে এসব যুদ্ধবিমান ধংস করে দেওয়ার হুমকি দিয়েছে ক্রেমলিন। 

এর আগে রাশিয়ার বিরুদ্ধে লড়াই জোরদার করতে ইউক্রেনকে এক ডজন মিগ-২৯ যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে পোল্যান্ড। দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন। 

তিনি বলেন, পোল্যান্ড আগামী কিছু দিনের মধ্যে সোভিয়েত-নির্মিত চারটি মিগ-২৯ যুদ্ধবিমান ইউক্রেনের কাছে হস্তান্তর করবে। বাকি যুদ্ধবিমানগুলো পরীক্ষার পর ইউক্রেনকে হস্তান্তর করা হবে। 

রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকেই ন্যাটো জোটভুক্ত দেশগুলোর কাছে যুদ্ধবিমান সরবরাহের অনুরোধ জানিয়ে আসছে কিয়েভ। পরিকল্পনা অনুযায়ী পোল্যান্ড ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহ করলে তা হবে ন্যাটো জোটভুক্ত কোনো দেশের এ ধরনের প্রথম পদক্ষেপ।

ন্যাটো জোটভুক্ত অন্য দেশগুলোও একই ধরনের পদক্ষেপ নেবে কিনা সে বিষয়ে অবশ্য কিছু বলেননি প্রেসিডেন্ট দুদা। 

এদিকে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন জানিয়েছেন, ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্তে এখনো একমত হতে পারছে না পশ্চিমা দেশগুলো। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

কিউটিভি/অনিমা/১৭ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৪৪

▎সর্বশেষ

ad