
স্পোর্টস ডেস্ক : ২০২১ সালে অনিয়মের অভিযোগে রোনালদোর প্রকল্পের নির্মাণকাজ বন্ধ করে দেয়া হয়েছিল। পর্তুগিজ স্ট্রাইকারের বান্ধবী জর্জিনা রদ্রিগেজ একটি ভিডিও প্রকাশ করেছিলেন সে সময়ে। সেই ভিডিওতে বাড়ির মূল প্রজেক্টের বাইরে একটি ধাতব কাঠামো দেখা যায়। পরে সেটি নিয়ে সরব হয়েছিল গণমাধ্যম।
লিসবন কাউন্সিলের পক্ষ থেকে রোনালদোর ওই প্রকল্প পরিদর্শন করে নির্মাণকাজ বন্ধ করা হয়। দুই বছর পরে এবার লিসবন সিটি কাউন্সিল রোনালদোকে পুণরায় নির্মাণের অনুমতি দিয়েছে। তবে সেখানে মূল প্রকল্পের বাইরে ছাউনি নির্মাণ না করতে বলা হয়েছে।
প্রকল্পটিতে একটি বাড়ি করতে রোনালদোর খরচ হবে ৭ দশমিক ২ মিলিয়ন ইউরো (৮২ কোটি টাকার ওপরে)। বিলাসবহুল ওই বাড়িতে একটি স্পা, সিনেমা রুম, ইনডোর এবং আউটডোর সুইমিং পুল ও একটি টেরেস রয়েছে। যেখান থেকে তাগুস নদী দেখা যাবে।
কিউটিভি/আয়শা/১৭ মার্চ ২০২৩,/বিকাল ৫:১৪