ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

মালয়েশিয়ায় ১০ বাংলাদেশি আটক

Ayesha Siddika | আপডেট: ১৭ মার্চ ২০২৩ - ০৩:২৫:১৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় ১০ বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। তাদের কাছে বৈধ কাগজপত্র না পাওয়ায় আটক করা হয়েছে।

বাংলাদেশি ৯৫ কর্মীকে সেলাঙ্গরের একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে চাকরি দেওয়ার কথা ছিল।

বাংলাদেশের একটি এজেন্সিকে তারা প্রত্যেকে নিয়োগ ফি বাবদ প্রায় ২০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত দিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আটককৃতদের একজন আবদুল্লাহ ফ্রি মালয়েশিয়া টুডেকে বলেন, পেনাং বিমানবন্দরে তাদের সঙ্গে ইঞ্জিনিয়ারিং কোম্পানির দুই প্রতিনিধি দেখা করেন। ওই দুজন তাদের পাসপোর্ট নিয়ে যান।

৯৫ জনের মধ্যে ৪৮ জনের প্রথম ব্যাচ ২১ ডিসেম্বর মালয়েশিয়া পৌঁছান। তারা পরে সেলাঙ্গর চলে যান।

৪৭ জনের দ্বিতীয় ব্যাচটি ২৯ ডিসেম্বর দেশটিতে পৌঁছান। তবে তারা পেনাংয়ে রয়ে গেছেন। আব্দুল্লাহ বলেন, ‘কোম্পানি তাদের একটি কোয়ার্টারে “গাদাগাদি” করে থাকতে দিয়েছে এবং তাদের দেওয়া খাবারও খুবই নিম্নমানের।’

সূত্র জানায়, গত সোমবার বাটারওয়ার্থ ও বুকিত মারতাজামের ৪টি স্থানে পুলিশ ও অভিবাসন বিভাগকে সঙ্গে নিয়ে পেনাং শ্রম বিভাগ অভিযান পরিচালনা করে।

অভিযানে ১০ জন প্রবাসীর পাসপোর্ট এবং ওয়ার্কপারমিট পাওয়া যায়নি। তাদের ফোনে শুধু নথিপত্রের ছবি পাওয়া যায়।

শ্রম বিভাগের ওই সূত্র জানায়, ‘ছবি দেখে জানা গেছে যে তাদের পারমিট এবং পাসপোর্টের মেয়াদ আগেই শেষ হয়ে গেছে। মেয়াদ না থাকায় অভিবাসন বিভাগ তাদের আটক করেছে।’

 

 

কিউটিভি/আয়শা/১৭ মার্চ ২০২৩,/বিকাল ৩:২৪

▎সর্বশেষ

ad