
স্পোর্টস ডেস্ক : টানা তিন জয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গিয়েছে স্বাগতিক বাংলাদেশ। তারা ৪০-২৪ পয়েন্টে হারিয়েছে নেপালকে। প্রথমার্ধে গেল দু’বারের চ্যাম্পিয়নরা ২১-৯ পয়েন্টে এগিয়ে ছিল। পোল্যান্ড ও আর্জেন্টিনাকে সহজেই হারিয়ে কাল খেলতে নামা বাংলাদেশকে সেভাবে চ্যালেঞ্জই জানাতে পারেনি নেপাল।
প্রথমার্ধে দু’বার এবং দ্বিতীয়ার্ধ একবার নেপালকে অলআউট করেছে তুহিন তরফদাররা। বাংলাদেশকে দাপুটে জয় এনে দিতে বড় ভূমিকা রেখে ম্যাচ সেরা হয়েছেন রাসেল হাসান। শুরু থেকেই নেপালের ওপর চড়াও হয়ে খেলে বড় জয় আদায় করে নিয়েছে বাংলাদেশ।
প্রথমার্ধে স্পষ্ট ব্যবধানে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে জয়টা বড় করার ঝুঁকির পথে হাঁটেনি বাংলাদেশ। নেপালকে তিনবার অলআউট করার পথে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন দলের অন্যতম রেইডার ও অধিআয়ক তুহিন তরফদার। তবে ডিফেন্ডিংয়ের নেতৃত্ব দিয়ে সেরা হন রাসেল। আজ তারা চতুর্থ ম্যাচটি খেলবেন ইংল্যান্ডের বিপক্ষে।
কিউটিভি/আয়শা/১৭ মার্চ ২০২৩,/দুপুর ১:৪৬