ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

ডোমারে ১৯৭৮ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের পারিবারিক মিলনমেলা

Ayesha Siddika | আপডেট: ১৪ মার্চ ২০২৩ - ০৬:১৯:৪২ পিএম

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : “বন্ধুত্বের বন্ধন থাকবে অটুট আজীবন” এই প্রতিপাদ্যকে সামেনে রেখে নীলফামারীর ডোমারে শতবর্ষী ঐতিহ্যবাহী ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ১৯৭৮ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ মার্চ) সকাল ৯টায় ডোমার বাজার শহীদ ধীরাজ ও মিজান পাঠাগার মোড়ে হতে এক বর্ণাঢ্য র‌্যালি শহড়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রধান অতিথি হিসাবে বেলুন উড়িয়ে মিলন মেলার শুভ উদ্বোধন করেন ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। পরে ডোমার বহুমূখী উচ্চ বিদ্যলয় মাঠে হৃদয়ে স্বাধীনতায় গিয়ে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন মূল অনুষ্ঠান সফল করতে রংপুরের ভিন্নজগৎ পিকনিক কর্ণারে উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এতে ১৯৭৮ সালের এসএসসি ব্যাচের ২ শতাধীক বন্ধু, বান্ধবী ও তাদের পরিবারবর্গ অংশ গ্রহন করেন। সকাল ১০ থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নানা কর্মসুচির মধ্য দিয়ে শেষ হলো মিলন মেলা।

তাদের মধ্যে পরিচিতি পর্ব, আলোচনা সভা, খেলাধুলা, র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অতিথি হিসাবে গ্লোবাল সভাপতি তিনবাংলা আমেরিকা প্রবাসী কবি সালেম সুলেরী, সমন্বয়কারী বাংলাদেশ বন কর্ম নির্বাহী সমিতির সাবেক সভাপতি বন কর্মকর্তা আনিছুল হক গোল্ডেন, ঘাটপাড়া সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনুর ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। এ ছাড়াও উক্ত ব্যাচের বন্ধু কাইমুল হক চৌধুরী, আকরামুজ্জামান চৌধুরী পপলু, আমজাদ হোসেন, নিখিল সাহা, মাহাবুবুর রহমান, খীরোত চন্দ্র অধিকারী, ফেরদৌসি বেগম আঙ্গুর, রুমি বেগম, করবী সাহা, মেরাজুল হক, পংকজ সাহাসহ অনেকে তাদের অনুভুতি ব্যক্ত করেন।

বন্ধুত্বের বন্ধন স্মৃতি করে রাখতে প্রতি বছর এই দিনে পরিবারিক মিলন মেলা মাধ্যমে সকল বন্ধুদের সাথে সু-সর্ম্পক দীর্ঘস্থায়ী হবে বলে মনে করেন ৭৮ ব্যাচের বন্ধুরা। আলোচনা, র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। দীর্ঘ ৪৫ বছর পরে হলেও পরিবার সহ স্কুল ও কলেজের বন্ধুরা একত্রিত হতে পেরে আনন্দ উৎসাসে মেতে উঠে তারা।

 

 

কিউটিভি/আয়শা/১৪ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:১৫

▎সর্বশেষ

ad