বিনোদন ডেস্ক : ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় জন্য এবার প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়ে তিনি উচ্ছ্বসিত। সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’ প্রদান অনুষ্ঠান হয়ে গেল।
‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রে বাঁধনের মেয়ের চরিত্রে অভিনয় করেছিল আফিয়া জাহিন জাইমা। জাইমাও পেয়েছে শিশু শিল্পী হিসেবে জাতীয় পুরস্কার। একটি সিনেমার মা ও মেয়ে দুজনই দেশের চলচ্চিত্রের শীর্ষ স্বীকৃতি পেয়েছেন- এমনটি দেখে অনেকেই ইতিবাচক মন্তব্য করেছেন। অবশ্য দর্শক ও নেটিজেনদের মতে এটি আকাঙ্ক্ষিতই ছিল।
আফিয়া জাহিন জাইমা অভিনয় করেছে রেহানার মেয়ের চরিত্রে। যখন শুটিং চলে, তখন তার বয়স মাত্র ৬ বছর। এর আগে মালয়েশিয়ায় ‘গোল্ডেন গ্লোবাল অ্যাওয়ার্ড’ জেতে জাইমা। এই সিনেমার রেহানার চরিত্র অনেকটাই কমপ্লিকেটেড। এর কারণ খুঁজেছেন দর্শকেরা। পেয়েছেন। রেহানার মেয়ে ‘ইমু ’ সুন্দরভাবে অভিনয় করে গেছে। তাঁর অভিনয়ে সংলাপ তেমন না থাকলেও চোখে পড়ার মতো ছিল বলেই জানাচ্ছেন নেটিজেনরা।
সিনেমাটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু বলেন, ‘এই সিনেমার মূল চরিত্র হলো বাঁধন। তার পরের চরিত্রটাই জাইমা। সে এমন একটা মেয়ে, যে কোথাও কোনো পারফর্ম করেনি। তারপরও সে জয় করেছে পুরস্কার।’
শুরুটা ২০২১ এ ফ্রান্সের কান শহরে আর্ন্তজাতিক কান চলচ্চিত্র উৎসব এ বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে “Un Certain Regard” ক্যাটাগরিতে অফিসিয়াল সিলেকশন দিয়ে। এরপর এশিয়া প্যাসিফিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র ও সেরা অভিনেত্রী, ভ্যালেন্সিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল সিনেমা জভে ২০২২ স্পেন – সেরা অভিনেত্রী, হংকং এশিয়া ফিল্ম ফেস্টিভ্যাল এ সেরা সহ-অভিনেতা, মেরিল প্রথম আলো পুরস্কার ২০২১ এ সমালোচক রায়ে সেরা চলচ্চিত্র ও সেরা অভিনেত্রী পুরস্কার অর্জন করে “রেহানা মরিয়ম নূর”।
সর্বশেষ দেশের চলচ্চিত্রে অবদানের জন্য সর্বোচ্চ পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার আসে ৩ টি ক্যাটাগরিতে। শ্রেষ্ঠ অভিনেত্রী আজমেরী হক বাঁধন, শ্রেষ্ঠ শিশুশিল্পী আফিয়া জাহিন জাইমা ও শ্রেষ্ঠ শব্দগ্রাহক শৈব তালুকদার।
আজমেরী হক বাঁধন এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন। এ ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবেরী আলম, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী প্রমুখ।
কিউটিভি/আয়শা/১৪ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:০৮