ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

শান্ত ও লিটনের দাপুটে ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের

Ayesha Siddika | আপডেট: ১৪ মার্চ ২০২৩ - ০৬:০৭:৫০ পিএম

স্পোর্টস ডেস্ক : মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১৫৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেছেন ওপেনার লিটন দাস। সিরিজের গত দুই ম্যাচে টসে জিতেছিল বাংলাদেশ আর নিজেদের ইচ্ছা অনুযায়ী করেছিল আগে বোলিং। তৃতীয় ম্যাচে এসে প্রথমবার টসে হারেন টাইগার অধিনায়ক সাকিব আল হসান। টস জিতে শুরুতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ইংলিশ কাপ্তান জস বাটলার।

টস না জিতলেও মিরপুরের স্লো উইকেটে ঠিকই বাজিমাত করেছেন দুই ওপেনার। কোনো উইকেট না হারিয়ে পাওয়ার প্লের ৬ ওভারে আসে ৪৬ রান। ২২ বলে ২৪ রান করা রনি তালুকদারকে ফিরিয়ে ইংল্যান্ডকে কিছুটা স্বস্তি এনে দেন আদিল রশিদ। তবে সেই স্বস্তি কতক্ষণের।

আগের দুই ম্যাচের মতোই এই ম্যাচেও ফর্মের ধারাবাহিকতা দেখিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তাকে সঙ্গ দিয়েছেন লিটন দাস। দীর্ঘদিন ধরে রানের বাইরে থাকা লিটন  দুর্দান্ত ব্যাটিং করে তুলে নিয়েছেন বছরে নিজের প্রথম ফিফটি। দ্বিতীয় উইকেট জুটি থেকে আসে ৮৪ রান।

ক্রিস জর্ডান লিটনকে ফেরানোর পর বাংলাদেশ ইনিংসে কিছুটা ভাটা পড়ে। শেষেরদিকে খুব একটা রান আসেনি। ১৬-২০ ওভারে বাংলাদেশ করে ২৭ রান। শান্ত ৩৬ বলে   ৪৭ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। সাকিব করেছেন ৪ রান। তাতে বাংলাদেশের ইনিংস থামে ১৫৮ রানে।

 

 

কিউটিভি/আয়শা/১৪ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:০৬

▎সর্বশেষ

ad