ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

৬১ ম্যাচ পর টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়লেন আফিফ

Ayesha Siddika | আপডেট: ১৪ মার্চ ২০২৩ - ০৪:৪১:৪৩ পিএম

স্পোর্টস ডেস্ক : নাসুম আহমেদের বদলি হিসেবে প্রথমবার জাতীয় দলের একাদশে সুযোগ পেয়েছেন তানভীর ইসলাম। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন আফিফ হোসেনও। তার বদলে একাদশে এসেছেন শামীম হোসেন পাটোয়ারী। আর তাতে টানা ৬১ ম্যাচ পর বাংলাদেশের কোনো টি-টোয়েন্টি ম্যাচ থেকে বাদ পড়েছেন তরুণ এ তারকা।

২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে যাত্রা শুরু হয় আফিফের। প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি। তবে বোলিং করে একটি উইকেট পেয়েছিলেন। তাতে অবশ্য নির্বাচকদের মন ভরেনি। প্রায় দেড় বছরের মতো টি-টোয়েন্টি দলের বাইরে থাকতে হয় তাকে।

আফিফের আবারও সুযোগ আসে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে। জিম্বাবুয়ের বিপক্ষে সেই সিরিজে দুর্দান্ত চমক দেখিয়েছিলেন বাঁহাতি এ ব্যাটার। দলে ফেরার ম্যাচে খেলেছিলেন ৫২ রানের অনবদ্য এক ইনিংস। খাঁদের কিনারা থেকে টেনে এনে দলকে জিতিয়েছিলেন ম্যাচ।

সেই ম্যাচে দুর্দান্ত খেলার পর দলে অনেকটা পাকাপাকি হয়ে যায় আফিফের জায়গা। প্রায় প্রতিটি সিরিজেই থেকেছেন দলের সঙ্গে। খেলেছেন সবগুলো টি-টোয়েন্টি ম্যাচে। শেষমেষ ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের শেষ ম্যাচে পড়লেন বাদ।

সময়টা তেমন ভালো যাচ্ছিল না আফিফের। বড় প্রতিপক্ষের বিপক্ষে রান করা যেন ভুলেই যাচ্ছিলেন। শেষ ১০ টি-টোয়েন্টি ম্যাচে আফিফের রান ১৫১। চলতি সিরিজের দুই ম্যাচেও করেছেন মোটে ১৭ রান। তার ওপর শেষ ম্যাচে দলের প্রয়োজনের সময় উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। এমন অবস্থায় দ্রুত ফর্মে না ফিরলে বাঁহাতি অলরাউণ্ডারের দলে ফেরাটা মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়াতে পারে।  

 

 

কিউটিভি/আয়শা/১৪ মার্চ ২০২৩,/বিকাল ৪:৪০

▎সর্বশেষ

ad