
স্পোর্টস ডেস্ক : নাসুম আহমেদের বদলি হিসেবে প্রথমবার জাতীয় দলের একাদশে সুযোগ পেয়েছেন তানভীর ইসলাম। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন আফিফ হোসেনও। তার বদলে একাদশে এসেছেন শামীম হোসেন পাটোয়ারী। আর তাতে টানা ৬১ ম্যাচ পর বাংলাদেশের কোনো টি-টোয়েন্টি ম্যাচ থেকে বাদ পড়েছেন তরুণ এ তারকা।
২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে যাত্রা শুরু হয় আফিফের। প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি। তবে বোলিং করে একটি উইকেট পেয়েছিলেন। তাতে অবশ্য নির্বাচকদের মন ভরেনি। প্রায় দেড় বছরের মতো টি-টোয়েন্টি দলের বাইরে থাকতে হয় তাকে।
সেই ম্যাচে দুর্দান্ত খেলার পর দলে অনেকটা পাকাপাকি হয়ে যায় আফিফের জায়গা। প্রায় প্রতিটি সিরিজেই থেকেছেন দলের সঙ্গে। খেলেছেন সবগুলো টি-টোয়েন্টি ম্যাচে। শেষমেষ ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের শেষ ম্যাচে পড়লেন বাদ।
সময়টা তেমন ভালো যাচ্ছিল না আফিফের। বড় প্রতিপক্ষের বিপক্ষে রান করা যেন ভুলেই যাচ্ছিলেন। শেষ ১০ টি-টোয়েন্টি ম্যাচে আফিফের রান ১৫১। চলতি সিরিজের দুই ম্যাচেও করেছেন মোটে ১৭ রান। তার ওপর শেষ ম্যাচে দলের প্রয়োজনের সময় উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। এমন অবস্থায় দ্রুত ফর্মে না ফিরলে বাঁহাতি অলরাউণ্ডারের দলে ফেরাটা মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়াতে পারে।
কিউটিভি/আয়শা/১৪ মার্চ ২০২৩,/বিকাল ৪:৪০