শেষ ষোলোর ফিরতি লেগে আজ রাত ২টায় ইতিহাদ স্টেডিয়ামে জার্মান ক্লাবটির বিপক্ষে লড়বে ম্যানচেস্টার সিটি। প্রথম লেগে লিপজিগের মাঠে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি সিটি। ম্যাচ শেষ হয়েছিল ১-১ সমতায়। তাই ফিরতি লেগ হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। জয়ী দল শেষ আটের টিকিট কাটবে। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ আট ম্যাচ অপরাজিত সিটি। জিতেছে ছয়টি এবং দুটি ড্রয়ের বুকভরা আত্মবিশ্বাস নিয়েই আজ মাঠে নামবে ইংলিশ চ্যাম্পিয়নরা।
নিজেদের মাঠে জয়ের ব্যাপারে আশাবাদী সেন্টার ব্যাক জন স্টোনস, ‘মৌসুমের প্রতিটি শিরোপা জেতার লক্ষ্য থাকে আমাদের। আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাই। চ্যাম্পিয়নস লিগ নিয়ে আমরা খুব আশাবাদী। এবার জেতার জন্য সব কিছু করব আমরা। লিপজিগকে হারিয়েই আমরা শেষ আটে যাব। সবাই এই ম্যাচের জন্য প্রস্তুত আছে।’সিটির বড় ভরসা ‘গোলমেশিন’ আর্লিং হালান্ড। এবার চ্যাম্পিয়নস লিগে পাঁচ ম্যাচ খেলে করেছেন পাঁচ গোল। সব মিলিয়ে ৩৫ ম্যাচে তাঁর গোল ৩৪টি।