
স্পোর্টস ডেস্ক : মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার (১৪ মার্চ) টস হেরে ব্যাট করতে নেমে ৭ ওভার শেষে বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৫৩ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত লিটন দাস অপরাজিত আছেন ২৩ বলে ২৫ রান করে। তার সঙ্গী রনি তালুকদার অপরাজিত আছেন ১৯ বলে ২২ রানে।
দুজনের জুটিটা অবশ্য ভেঙে যেতে পারতো ৫০ রানের আগে। পাওয়ার প্লের শেষ ওভারে জফরা আর্চারের বলে জীবন পান রনি। ১৪ বলে ব্যক্তিগত ১৭ রানের মাথায় তার ক্যাচ হাতছাড়া করেন রেহান আহমেদ।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। এরপর মিরপুরে ৪ উইকেটের ব্যবধানে দ্বিতীয় জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করে টাইগাররা। তাতে ইংলিশদের বিপক্ষে যে কোনো সংস্করণে প্রথমবার সিরিজ জয়ের স্বাদ পায় লাল সবুজের প্রতিনিধিরা। এবার সাকিব বাহিনীর লক্ষ্য বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করা।
রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
ইংল্যান্ড একাদশ
ফিলি সল্ট, ডেভিড মালান, জস বাটলার (অধিনায়ক), বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, রেহান আহমেদ ও জোফরা আর্চার।
কিউটিভি/আয়শা/১৪ মার্চ ২০২৩,/বিকাল ৩:৫৫