ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত শুরু বাংলাদেশের

Ayesha Siddika | আপডেট: ১৪ মার্চ ২০২৩ - ০৩:৫৬:০৭ পিএম

স্পোর্টস ডেস্ক : মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার (১৪ মার্চ) টস হেরে ব্যাট করতে নেমে ৭ ওভার শেষে বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৫৩ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত লিটন দাস অপরাজিত আছেন ২৩ বলে ২৫ রান করে। তার সঙ্গী রনি তালুকদার অপরাজিত আছেন ১৯ বলে ২২ রানে।

দুজনের জুটিটা অবশ্য ভেঙে যেতে পারতো ৫০ রানের আগে। পাওয়ার প্লের শেষ ওভারে জফরা আর্চারের বলে জীবন পান রনি। ১৪ বলে ব্যক্তিগত ১৭ রানের মাথায় তার ক্যাচ হাতছাড়া করেন রেহান আহমেদ।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। এরপর মিরপুরে ৪ উইকেটের ব্যবধানে দ্বিতীয় জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করে টাইগাররা। তাতে ইংলিশদের বিপক্ষে যে কোনো সংস্করণে প্রথমবার সিরিজ জয়ের স্বাদ পায় লাল সবুজের প্রতিনিধিরা। এবার সাকিব বাহিনীর লক্ষ্য বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করা।

আগের ম্যাচের একাদশে দুই পরিবর্তন নিয়ে আজ মাঠে নামে বাংলাদেশ। নাসুম আহমেদের পরিবর্তে দলে সুযোগ পান স্পিনার তানভীর ইসলাম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেশের হয়ে ৭৯তম ক্রিকেটার হিসেবে তার অভিষেক হয়েছে। অন্যদিকে আফিফ হোসেনকে ৬১ ম্যাচ পর বিশ্রাম দিয়ে দলে ফেরানো হয়েছে শামীম হোসেনকে।

বাংলাদেশের একাদশ

রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

ইংল্যান্ড একাদশ 

ফিলি সল্ট, ডেভিড মালান, জস বাটলার (অধিনায়ক), বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, রেহান আহমেদ ও জোফরা আর্চার। 

 

 

কিউটিভি/আয়শা/১৪ মার্চ ২০২৩,/বিকাল ৩:৫৫

▎সর্বশেষ

ad