ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

টাঙ্গাইলে ১০ টাকায় বিক্রি হচ্ছে বিখ্যাত লেখকদের বই

Ayesha Siddika | আপডেট: ১৪ মার্চ ২০২৩ - ০৩:৪১:৩১ পিএম

ডেস্ক নিউজ : মঙ্গলবার (১৪ মার্চ) সকালে শহরের নিরালা মোড়ে অবস্থিত শহীদ মিনার চত্বরে শতাধিক শিক্ষার্থী ১০ টাকায় বই কিনতে পেরেছেন। ফেব্রুয়ারি মাস থেকে প্রতি মাসে একবার ১০ টাকায় বই বিক্রি করছে সংগঠনটি। বই বিক্রির এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে অনলাইন শিক্ষা সামাজিক মাধ্যম ক্যাম্পাস।

আয়োজকরা জানান, রবীন্দ্র, নজরুল, শরৎসহ বিখ্যাত লেখকদের বই মাত্র ১০ টাকায় বিক্রি করা হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা, বিসর্জন, চিত্রা, সোনার তরী, খেয়া, নৌকা ডুবি; শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস, বামুনের মেয়ে, দত্তা, বড় দিদি, বিন্দুর ছেলে ও রামের সুমতি; কাজী নজরুলের ছায়ানট, সিন্দু হিন্দোল; জীবনানন্দ দাশের রুপসী বাংলা, আল মাহমুদের প্রেমপত্র পল্লবেসহ বিখ্যাত লেখকদের গল্প, উপন্যাস, কবিতার বই ছাড়াও বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধ বিষয়ক বইও স্থান পেয়েছে এ আয়োজনে।

১০ টাকায় পছন্দের বই কিনতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থী সানজিদা সিলভী বলেন, ১০০ টাকার বই মাত্র ১০ টাকায় কিনতে পেরেছি। আমাদের জন্য এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। মাহতাব হোসাইন মাশফি বলেন, বই কিনতে পেরে খুব ভালো লাগছে। এত কম দামে ভালো বই পাব চিন্তাও করিনি। স্বেচ্ছাসেবী রিমা আক্তার রিমি জানান, বই কেনার প্রতি শিক্ষার্থীদের এত আগ্রহ তাদের মুগ্ধ করেছে। বইয়ের সংখ্যা সীমিত হওয়ায় অনেকেই বই না পেয়ে ফিরে গেছেন। বই বিক্রির সমন্বয়ক হিশাম খান বলেন, ১০ টাকায় বই বিক্রি গ্রাম পর্যায়েও ছড়িয়ে দিতে চাই। যদিও এ জন্য পৃষ্ঠপোষকতা প্রয়োজন।

১০ টাকায় বই কর্মসূচির উদ্যোক্তা মুঈদ হাসান তড়িৎ জানান, শহরের পাঠাগারে শিক্ষার্থীদের পদচারণা কম। তারা এখন ইন্টারনেটে আসক্ত। শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অনুপ্রেরণা জোগাতে তাদের এ উদ্যোগ। তিনি বলেন, ১০০ থেকে ১২০ টাকার বই আমরা নামমাত্র মূল্যে মাত্র ১০ টাকায় বিক্রি করছি। শিক্ষার্থীরা বই পড়ায় আগ্রহী হলেই আমাদের উদ্যোগ স্বার্থক হবে। তিনি আরো বলেন, মাসে অন্তত একবার আমরা ১০ টাকায় বই বিক্রি করব। এবার শতাধিক বই থাকলেও আগামীতে বইয়ের সংখ্যা বাড়বে। বিত্তবানরা এগিয়ে এলে আরও বড় পরিসরে এই আয়োজন করতে চাই আমরা।

 

 

কিউটিভি/আয়শা/১৪ মার্চ ২০২৩,/বিকাল ৩:৪০

▎সর্বশেষ

ad