ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

ইংলিশদের হোয়াইটওয়াশের লক্ষ্যে যে একাদশ নিয়ে মাঠে নামল বাংলাদেশ

Ayesha Siddika | আপডেট: ১৪ মার্চ ২০২৩ - ০৩:৩৫:১৬ পিএম

স্পোর্টস ডেস্ক : হোয়াইটওয়াশের লক্ষ্যে আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। টসে হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল ৩টায়। টস জিতে তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক জস বাটলার। 

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে সাকিব আল হাসানের দল। এবার তাদের লক্ষ্য ইংলিশদের হোয়াইটওয়াশের লজ্জা দেয়া। বাটলার বাহিনীকে ধবলধোলাই করার লক্ষ্য নিয়ে তৃতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করবে বাংলাদেশ। এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে তরুণ স্পিনার তানভীর ইসলামের।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হতে যাচ্ছে মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর ৩টায়। দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন নাসুম আহমেদ ও আফিফ হোসেন। তাদের পরিবর্তে অভিষেক হচ্ছে স্পিনার তানভীর ইসলামের। সদ্য শেষ হওয়া বিপিএলে দুর্দান্ত পরফর্ম করার পুরস্কার পাচ্ছেন তিনি। এছাড়াও দলে জায়গা পেয়েছেন শামীম পাটোয়ারী।

বাংলাদেশ একাদশ
রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ
ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জফরা আর্চার ও রেহান আহমেদ।

 

 

কিউটিভি/আয়শা/১৪ মার্চ ২০২৩,/বিকাল ৩:৩৩

▎সর্বশেষ

ad