ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে রাশিয়া সফর করতে পারেন

uploader3 | আপডেট: ১৪ মার্চ ২০২৩ - ০১:৫৮:২১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করার জন্য রাশিয়ার যাওয়ার পরিকল্পনা করছেন।

এই সফরের পরিকল্পনা এমন এক সময়ে সামনে এসেছে যখন চীন ইউক্রেনে শান্তির প্রস্তাব করছে। এই প্রচেষ্টায় রাশিয়ার প্রতি চীনের কূটনৈতিক সমর্থনের কারণে পশ্চিমে সংশয় রয়েছে।

রাশিয়ার বার্তা সংস্থা তাস ৩০ জানুয়ারি জানিয়েছে, পুতিন বসন্তে শি জিনপিং-কে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নাল গত মাসে জানিয়েছে, এপ্রিল বা মে মাসের শুরুতে মস্কো সফর হতে পারে।

চীনের পররাষ্ট্র মন্ত্রক শি-র মস্কো যাওয়ার সম্ভাবনা সম্পর্কে মন্তব্য করার অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। ক্রেমলিন এ ব্যাপারে মন্তব্য করবে না বলে জানিয়েছে।

গত মাসে পুতিন চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই-কে মস্কো সফরে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং ইঙ্গিত করেছিলেন যে, শি জিন পিং রাশিয়া সফর করবেন।

চীন এবং রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে “নো লিমিটস” অংশীদারিত্ব তৈরি করেছিল এবং উভয় পক্ষ তাদের সম্পর্কের পুনর্নিশ্চিতকরণ অব্যাহত রেখেছে। সে সময় পুতিন শীতকালীন অলিম্পিকের উদ্বোধনের জন্য বেইজিং সফর করছিলেন। এটি ছিল রাশিয়া ইউক্রেন আক্রমণ করার কয়েক সপ্তাহ আগে।

প্রেসিডেন্ট হওয়ার পর থেকে শি ৩৯ বার পুতিনের সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেছেন। তাদের সর্বসাম্প্রতিক সাক্ষাৎ হয়েছে মধ্য এশিয়ায় একটি শীর্ষ সম্মেলনের সময়।

সোমবার শি চীনের পার্লামেন্টের বার্ষিক অধিবেশনে ন্যাশনাল পিপলস কংগ্রেসের সমাপ্তি ঘটিয়েছেন। ওই সম্মেলনে তিনি সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে নজিরবিহীনভাবে নির্বাচিত হয়েছেন।

সূত্র: ভয়েস অব আমেরিকা 

কিউটিভি/অনিমা/১৪ মার্চ ২০২৩,/দুপুর ১:৫৮

▎সর্বশেষ

ad