ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

ইউক্রেনের ভবিষ্যত বাখমুতের ওপর নির্ভর করছে: জেলেনস্কি

uploader3 | আপডেট: ১৪ মার্চ ২০২৩ - ০১:৫১:৪২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সেনাদের অবশ্যই বাখমুত এবং পূর্বাঞ্চলের অন্যান্য শহরে থামাতে হবে। এটার ওপর ইউক্রেনের ভবিষ্যত নির্ভর করছে। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, বাখমুতে যে প্রচণ্ড যুদ্ধ চলছে তার ফলাফলের ওপর  ইউক্রেনের ভবিষ্যত নির্ভর করছে। 

সোমবার রাত্রীকালীন এক বক্তব্যে ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেন, বাখমুতে রুশ সেনারা আক্রমণ করছে। সেখানে তাদেরকে  ধ্বংস করার ওপর ইউক্রেনের ভবিষ্যত নির্ভর করছে। এ সময় তিনি বলেন, পূর্বাঞ্চলে রুশ সেনাদের হটানো  খুবই কঠিন এবং খুবই কষ্টকর। তা সত্ত্বেও  আমাদেরকে শত্রুর সামরিক শক্তি এবং ইচ্ছাশক্তি ধ্বংস করতে হবে। ইউক্রেনের এই প্রেসিডেন্ট  যারা এখন সমর সম্মুখে (যুদ্ধের ময়দানে) তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

রাশিয়া বলছে, বাখমুত দখল করতে পারলে সমগ্র দোনেতস্ক অঞ্চল দখলের পথ উন্মুক্ত হবে।  মস্কোর কেন্দ্রীয়  লক্ষ্য এটিই।

সাম্প্রতিক সপ্তাহে ইউক্রেনের পূর্বাঞ্চল বাখমুতে তীব্র লড়াই চলছে।  ইউক্রেন বলছে, ‘এই শহর থেকে তাদের সেনারা পিছু হটবে না।’  গত সপ্তাহে পশ্চিমা সামরিক জোট ন্যাটো সতর্ক করে বলেছে, ‘কয়েক দিনের মধ্যেই রুশ সেনাদের হাতে বাখমুতের পতন হতে পারে।’ সূত্র: আল জাজিরা

কিউটিভি/অনিমা/১৪ মার্চ ২০২৩,/দুপুর ১:৫১

▎সর্বশেষ

ad