
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে খাগড়াছড়ি জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর আয়োজনে ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে বিভিন্ন শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী। এসময় খাগড়াছড়ি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উত্তম খীসা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো:শাহাব উদ্দিন, খাগড়াছড়ি সদর উপজেলা শিক্ষা অফিসার অনামিকা খীসা, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম মোসলেম উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন
কিউটিভি/আয়শা/১২ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:৫২