
শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন সহ ১০ দফা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ রাজবন্দীদের অবিলম্বে মুক্তি ও বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে গতকাল ১১ জানুয়ারি বুধবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণতন্ত্র মঞ্চ এর উদ্যোগে বিভাগীয় গণঅবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র কেন্দ্রীয় উপদেষ্টা ও সিলেট জেলা শাখার আহবায়ক অধ্যাপক মোঃ শফিক এর সভাপতিত্বে গণঅবস্থান কর্মসূচি চলাকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট মহানগর শাখার আহবায়ক, সাবেক কাউন্সিলর আব্দুল কাইয়ুম জালালী পংকী কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে গণতন্ত্র হরণকারী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ সকল বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তি সহ ১০ দফা দাবী অবিলম্বে মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মোঃ শফিক বলেন, আমরা নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন চাই। কর্তৃত্ববাদী সরকার ব্যবস্থার পরিবর্তন চাই, অনির্বাচিত সরকারের অপসারণ এবং উপনিবেশিক শাসন ব্যবস্থার অবসান চাই। সংসদের উচ্চ কক্ষ গঠন, ফেডারেল পদ্ধতির শাসন ব্যবস্থা, প্রাদেশিক সরকার গঠন সহ সংবিধান সংশোধন করে সংস্কার ও অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। তিনি বিরোধী দলের ১০ দফা দাবী বাস্তবায়নের জন্য দেশের সকল নাগরিকদের আন্দোলনে অংশ গ্রহণের আহবান জানান।
জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার সদস্য সচিব আনোয়ার হোসেনের উপস্থাপনায় অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, জেএসডি নেতা রিয়াজ উদ্দিন আহমদ, হোসেন আহমদ, শ্রমিক নেতা রফিক মিয়া, ইমরান আহমদ, সাবেক ছাত্রদল নেতা সুমন বাহাদুর, জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক সুমন আহমদ, জেএসডি’র জেলা সদস্য মাসুদ আহমদ, বেলায়েত হোসেন, শ্রমিক জোটের সদস্য জুম্মা খান কানু মিয়া প্রমুখ।
কিউটিভি/আয়শা/১১ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:০৫