
রফিকুল ইসলাম সুজন,রানীশংকৈলে(ঠাকুরগাঁও) প্রতিনিধি : বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলার অন্তর্গত রানীশংকৈল উপজেলার সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন হয়েছে। উপজেলা কমিটির আহব্বায়ক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপেন্দ্রনার্থ বর্ম্বনের সভাপতিত্বে রানীশংকৈল ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৭ই জানুয়ারি শনিবার সকাল ১১টায় রানীশংকৈল উপজেলা শাখার সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নতুন এই কমিটি গঠন করা হয়৷
কমিটি গঠনের সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আইয়ুব আলী, ইয়াকুব আলী,কুশমত আলী,আব্দূল মান্নান,রমজান আলী,সহমান আলী, ধরনিকান্ত,সহকারি শিক্ষক কামরুজ্জামান, মুন্নি,আবুল অলাম ও পৌরসভা সহ প্রতিটি ইউনিয়নের সভাপতি/সম্পাদকবৃন্দ্ব৷এতে সমঝোতায় মাধ্যমে নতুন কমিটির সভাপতি পদে নির্বাচিত হলেন প্রধান শিক্ষক ইয়াকুব আলী সিনিয়র সহ-সভাপতি কুশমত আলী ও আব্দুল মান্নান৷সাধারন সম্পাদক পদে নির্বাচিত হলেন সহকারি শিক্ষক মোকবুল হোসেন সহ-সম্পাদক প্রধান শিক্ষক রমজান আলী ও ফজলুল করিম সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হলেন সহকারি শিক্ষক আজিজার রহমান৷আগামী ৩ বছরের জন্য এই ৫১সদস্য বিশিষ্ট একটি পৃর্নাঙ্গ কমিটি গঠন করা হয়৷





