ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

ঢাবির মৈত্রী পরিবারের নেতৃত্বে সানাউল্লাহ -আমির

Anima Rakhi | আপডেট: ০৪ জানুয়ারী ২০২৩ - ১০:২০:০৮ এএম
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৈত্রী বাসে যাতায়াতকারী শিক্ষার্থীদের সংগঠন ‘মৈত্রী পরিবার ‘র ২০২৩ সেশনের কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আরবি বিভাগের ২০১৭-১৮ সেশনের ছাত্র মোঃ সানাউল্লাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ সেশনের ছাত্র মোঃ আমির হোসেন।জানা যায়,আজ ৩রা জানুয়ারি (২০২৩ ) ইং মঙ্গলবার গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের দিন ধার্য করা হয়। ৪ টা পদে নির্বাচন করার কথা থাকলেও সভাপতি ও সেক্রেটারি পদে একজন করে প্রার্থী থাকায়  বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা।

বাকি  সাংগঠনিক ও পরিবহন সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায়  ভোটের মাধ্যমে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মোঃ জাহিদ হাসান এবং পরিবহন সম্পাদক নির্বাচিত হন জাহিদুর রহমান রাহাত । মৈত্রী পরিবারের বিদায়ী কমিটির সভাপতি তানভীর আহমেদ এই কমিটি অনুমোদন দেন।নবনির্বাচিত সভাপতি মোঃ সানাউল্লাহ বলেন,”মৈত্রী পরিবারের সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করার জন্য।  এই রুটে যারা যাতায়াত করে, তাদের সবাইকে আমরা একটি পরিবারের অংশ মনে করি। আমরা চেষ্টা করবো এই পরিবারের সবাইকে সর্বোচ্চ সেবা দিতে। পাশাপাশি পুরাতন বাসগুলোকে বাদ দিয়ে নতুন বাস সংযোজন ও বিগত বছরের ধারাবাহিকতায় মৈত্রী পরিবারের প্রোগ্রামগুলো সফল করার চেষ্টা করবো।সবার মধ্যে ভাতৃত্ব বন্ধন তৈরী করে সবাইকে সাথে নিয়ে মৈত্রী পরিবারকে এগিয়ে নেওয়ার চেষ্টা  করবো। ইনশাআল্লাহ”।

কিউটিভি/অনিমা /০৪.০১.২০২৩/ সকাল ১০.১৯

▎সর্বশেষ

ad