
বাকি সাংগঠনিক ও পরিবহন সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় ভোটের মাধ্যমে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মোঃ জাহিদ হাসান এবং পরিবহন সম্পাদক নির্বাচিত হন জাহিদুর রহমান রাহাত । মৈত্রী পরিবারের বিদায়ী কমিটির সভাপতি তানভীর আহমেদ এই কমিটি অনুমোদন দেন।নবনির্বাচিত সভাপতি মোঃ সানাউল্লাহ বলেন,”মৈত্রী পরিবারের সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করার জন্য। এই রুটে যারা যাতায়াত করে, তাদের সবাইকে আমরা একটি পরিবারের অংশ মনে করি। আমরা চেষ্টা করবো এই পরিবারের সবাইকে সর্বোচ্চ সেবা দিতে। পাশাপাশি পুরাতন বাসগুলোকে বাদ দিয়ে নতুন বাস সংযোজন ও বিগত বছরের ধারাবাহিকতায় মৈত্রী পরিবারের প্রোগ্রামগুলো সফল করার চেষ্টা করবো।সবার মধ্যে ভাতৃত্ব বন্ধন তৈরী করে সবাইকে সাথে নিয়ে মৈত্রী পরিবারকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো। ইনশাআল্লাহ”।
কিউটিভি/অনিমা /০৪.০১.২০২৩/ সকাল ১০.১৯