ঢাবির মৈত্রী পরিবারের নেতৃত্বে সানাউল্লাহ -আমির

Anima Rakhi | আপডেট: ০৪ জানুয়ারী ২০২৩ - ১০:২০:০৮ এএম
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৈত্রী বাসে যাতায়াতকারী শিক্ষার্থীদের সংগঠন ‘মৈত্রী পরিবার ‘র ২০২৩ সেশনের কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আরবি বিভাগের ২০১৭-১৮ সেশনের ছাত্র মোঃ সানাউল্লাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ সেশনের ছাত্র মোঃ আমির হোসেন।জানা যায়,আজ ৩রা জানুয়ারি (২০২৩ ) ইং মঙ্গলবার গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের দিন ধার্য করা হয়। ৪ টা পদে নির্বাচন করার কথা থাকলেও সভাপতি ও সেক্রেটারি পদে একজন করে প্রার্থী থাকায়  বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা।

বাকি  সাংগঠনিক ও পরিবহন সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায়  ভোটের মাধ্যমে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মোঃ জাহিদ হাসান এবং পরিবহন সম্পাদক নির্বাচিত হন জাহিদুর রহমান রাহাত । মৈত্রী পরিবারের বিদায়ী কমিটির সভাপতি তানভীর আহমেদ এই কমিটি অনুমোদন দেন।নবনির্বাচিত সভাপতি মোঃ সানাউল্লাহ বলেন,”মৈত্রী পরিবারের সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করার জন্য।  এই রুটে যারা যাতায়াত করে, তাদের সবাইকে আমরা একটি পরিবারের অংশ মনে করি। আমরা চেষ্টা করবো এই পরিবারের সবাইকে সর্বোচ্চ সেবা দিতে। পাশাপাশি পুরাতন বাসগুলোকে বাদ দিয়ে নতুন বাস সংযোজন ও বিগত বছরের ধারাবাহিকতায় মৈত্রী পরিবারের প্রোগ্রামগুলো সফল করার চেষ্টা করবো।সবার মধ্যে ভাতৃত্ব বন্ধন তৈরী করে সবাইকে সাথে নিয়ে মৈত্রী পরিবারকে এগিয়ে নেওয়ার চেষ্টা  করবো। ইনশাআল্লাহ”।

কিউটিভি/অনিমা /০৪.০১.২০২৩/ সকাল ১০.১৯

▎সর্বশেষ

ad