
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বাংলাদেশ গণিত সমিতির বাষিক সাধারণ সভা আজ ৩০ডিসেম্বর(২০২২) শুক্রবার সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যলয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনের রেজাউর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ গণিত সমিতির সম্পাদক প্রফেসর ড. মোহাম্মাদ বাবুল হাসান বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. অমূল্য চন্দ্র মন্ডল বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। সভায় বিগত বছরে বাংলাদেশ গণিত সমিতি যে সকল কর্মকান্ড সম্পন্ন করেছে তা তুলে ধরা হয়।
এছাড়া সভায় আগামী এক বছরের কর্ম পরিকল্পনার প্রস্তাব ও পরামর্শ গ্রহণ করে এবং এ সকল কর্মকান্ড বাস্তবায়নে সকলের সহযোগিতা চাওয়া হয়। উক্ত অনুষ্ঠানে প্রায় ৭০ জন আজীবন সদস্য উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ গণিত সমিতি এদেশের গণিত প্রচার প্রসারে উৎকর্ষ সাধনে নিয়োজিত একমাত্র অলাভজনক সংস্থা।
কিউটিভি/ অনিমা/৩১.১২.২০২২/সকাল ১০.৪৬