ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

ফ্রিজে খাবার কত দিন ভালো থাকে?

Ayesha Siddika | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২ - ০৩:৫৪:৪০ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক : বর্তমানে এত ব্যস্ততার মধ্যে তিন বেলা রান্না করা বেশ কষ্টকর। অনেকে তাই আগে থেকেই ফ্রিজে রান্না করে রেখে দেয়। ফ্রিজের ওপর ভরসা করা ছাড়া আসলে আর কোনো উপায়ও নেই। তবে অনেকেই জানেন না ফ্রিজে কত দিন রাখা যায় বা ফ্রিজে রাখা খাবার খাওয়া শরীরের জন্য ঠিক না কি ভুল, তা নিয়েও রয়েছে দ্বন্দ্ব।

তবে পুষ্টিবিদরা বলেছেন, বর্তমানে ফ্রিজগুলো যেভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করছে, সে কারণে নিশ্চিন্তে ফ্রিজে সাত দিন খাবার রাখতে পারবেন। সে ক্ষেত্রে কিছু সতর্কতা থাকা জরুরি।    

** রান্নার আগে ডিপ ফ্রিজ থেকে বের করে মাছ, মাংস বের করে রেখে দিন। স্বাভাবিক তাপমাত্রায় এলে রান্নার জন্য যতটুকু প্রয়োজন ততটা রেখে আবার ফ্রিজে রেখে দিন। কারণ এইভাবে অনেকক্ষণ বাইরে রাখার পর তুললে ব্যাক্টেরিয়া বাসা বাঁধতে পারে। তাপমাত্রার কারণে এমনটা হয়। অনেক দিনের জন্য খাবার রাখলে আলাদা আলাদা বক্সে ভরে রাখুন।

** রান্না করা খাবারের ক্ষেত্রে বারবার ফ্রিজ থেকে বের করবেন না। পুরোটা গরম করে আবার ফ্রিজে তুলে না রাখাই ভালো বরং আলাদা পাত্রে খাবার রাখুন। অল্প অল্প করে গরম করুন।  

**  অল্প গরম অবস্থায়ই খাবার ফ্রিজে রাখতে পারেন।  এতে খাবার নষ্ট হয়ে যাওয়ার ভয় কম।

** সারা সপ্তাহের জন্য শাক-সবজি এবং ফল কিনে এনে ফ্রিজে রেখে দেন অনেকেই। তাতে বারবার বাজারে যাওয়ার ঝক্কি আর থাকে না। ফ্রিজে রাখলে ফল, সবজি নষ্ট হয় না ঠিকই। কিন্তু অনেক দিন রেখে দিলে শাক-সবজি এবং ফলে থাকা ভিটামিন, মিনারেলস, ফাইবারের মতো উপকারী উপাদান কমে যায়। ফলে তখন খেয়েও আর কোনো সুফল পাওয়া যায় না।

** রান্না করা খাবার ফ্রিজে অবশ্যই ঢেকে রাখতে হবে।  

** রান্না করা খাবার ফ্রিজে ৪৮ ঘণ্টার বেশি না রাখাই ভালো। তবে খুব বেশি প্রয়োজনে ডিপ ফ্রিজে মাংস রান্না করে রাখতে পারেন। সেটা এক সপ্তাহের বেশি নয়।

** দুধ জ্বাল দিয়ে ফ্রিজে ৪৮ ঘণ্টার বেশি না রাখাই ভালো। বেশিদিনের জন্য হলে  ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। সাত দিন পর্যন্ত দুধ ভালো থাকবে।

** আদা ও রসুন বাটা ফ্রিজে এক সপ্তাহ রাখতে পারেন।

সূত্র : এই সময়

 

 

কিউটিভি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৪

▎সর্বশেষ

ad