ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত তুষারে ঢাকা সৌদির জাবাল আল লাওয়াজ

Ayesha Siddika | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২ - ০৩:৪১:০৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের তাবুক প্রদেশের পাহাড়ি এলাকা আল জাবাল এবং আলকান তুষারে ঢাকতে শুরু করেছে। অঞ্চলটি ‘নতুন বছর’ এবং ‘পর্যটক’দের স্বাগত জানাতে প্রস্তুত। স্থানীয় গণমাধ্যম আরব নিউজের খবরে বলা হয়েছে, নাগরিকরা আরও তুষারপাতের জন্য অপেক্ষা করছেন। আর সেটা আগামী কয়েক দিনের মধ্যে ঘটবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত তাবুক প্রদেশ। রাজধানী তাবুক শহর থেকে ২শ কিলোমিটার দূরে জর্ডান সীমান্তবর্তী পর্বতশ্রেণির মধ্যে অন্যতম একটি পর্বত জাবাল আল-লাওয়াজ। পর্বতটিতে বাদাম গাছ থাকায় এটিকে ওই নামে ডাকা হয়। বাদামকে আরবি ভাষায় ‘লাওয়াজ’ বলা হয়।

আরব নিউজের খবরে বলা হয়েছে, পর্যটকেরা তুষারপাতের জন্য অপেক্ষা করছেন। তুষারের মাত্রা আরও বাড়ার আগে তারা সেখানে ভ্রমণের প্রস্তুতি নিচ্ছেন। সেখানে গিয়ে তারা তাঁবু গাড়বেন।

সৌদি আলোকচিত্রী (ফটোগ্রাফার) ফাহাদ আল তারফায়ি তুষারপাতের এই উৎসব মিস করতে চাননি। তিনি জানান, রবিবার তুষারপাতের ওই এলাকায় গিয়েছিলেন। সেখানে তুষারপাত নিয়ে ডকুমেন্টিং করেন। তিনি বলেন, আরও বড় পরিসরে বরফ পড়বে। বর্তমান অবস্থাকে তিনি ‘আরম্ভ’ বলে উল্লেখ করেন।

ট্যুরিস্টগাইড আহমেদ আল ওমরানি বলেন, তুষারপাত কেবল রবিবার শুরু হয়েছে। এখনও স্বভাবসিদ্ধ মাত্রায় বরফ পড়া শুরু হয়নি। তবে তিনি জানান, আলকান অঞ্চল বরফে ঢেকে যেতে শুরু করেছে।

উল্লেখ্য, আলকান অঞ্চলে বরফ পড়া শুরু হয়েছে এক বছরের বেশি কিছু সময়। এটা সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোর অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ইউরোপীয়ানরাও এই অঞ্চলে ভ্রমণ শুরু করেছে।

অঞ্চলটির বাসিন্দা আওয়াল আল আতয়ি বলেন, তাদের এই অঞ্চল আকর্ষণীয় পর্যটন এলাকা। শীত মৌসুমে এখানে তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নামে। মধ্য শীতে তাপমাত্রা মাঝারি থাকে। মনোরম দৃশ্য উপভোগ করতে পর্যটকেরা এখানে ভিড় করেন। 

 

 

কিউটিভি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৫

▎সর্বশেষ

ad