
আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার চীনা প্রেসিডেন্ট শি চিনপিং চলতি বছর শেষ হওয়ার আগে কথা বলবেন। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস সোমবার এ তথ্য জানিয়েছে। তবে তারা কী নিয়ে কথা বলবেন বা কখন বলবেন তা জানা যায়নি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে উদ্ধৃত করে তাস বলেছে, উভয় পক্ষ যথাসময়ে বিস্তারিত প্রকাশ করবে।
ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের তিন সপ্তাহ আগে পুতিন বেইজিং সফরে গিয়েছিলেন। তখন পুতিন এবং শি দুই দেশের মধ্যে একটি ‘সীমাহীন’ অংশীদারত্ব ঘোষণা করেন। ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা দেশগুলো নিন্দা এবং নিষেধাজ্ঞা দিয়ে রুশ অর্থনীতিকে আক্রমণ করায় চীনের সঙ্গে অংশীদারত্ব পুতিনের কাছে আরো বেশি গুরুত্ব পেয়েছে। যদিও তিনি সেপ্টেম্বরে প্রকাশ্যে স্বীকার করেছিলেন যে বেইজিং ইউক্রেন সম্পর্কে ‘প্রশ্ন এবং উদ্বেগ’ প্রকাশ করেছে।
এদিকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও পুতিনের নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ গত সপ্তাহে বেইজিং সফরে শির সঙ্গে দেখা করেছেন। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শি মেদভেদেভকে বলেছেন, চীন আশা করে যে ইউক্রেন সংকটের সব পক্ষ সংযম বজায় রাখবে এবং রাজনৈতিক উপায়ে নিরাপত্তা উদ্বেগ সমাধান করবে।
সূত্র : রয়টার্স
কিউটিভি/আয়শা/২৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১৮






