ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

কুষ্টিয়ায় শ্যালকের হাতে দুলাভাই খুন

Anima Rakhi | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২২ - ০৬:১২:৪৮ পিএম

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় শহরের আড়ুয়াপাড়া এলাকায় শ্যালকের হাতে দুলাভাই সিরাজ মোল্লা (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে শ্যালক আলমগীর হোসেন পলাতক রয়েছে।শুক্রবার সকালে কুষ্টিয়া শহরের আড়য়াপাড়া এলাকার নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত সিরাজ মোল্লা উক্ত এলাকার কাশেম মোল্লার ছেলে। ঘাতক আলমগীর হোসেন সম্পর্কে আপন চাচাতো শ্যালক।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, সকালে আলমগীর হোসেনের বোন বাড়ী থেকে বাইরে গেলে ফিরে এসে দেখে তার স্বামী রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছে। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মসলা বাটার শিল দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হতে পারে। ধারণা করা হচ্ছে পারিবারিক শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে নিহতের শ্যালক আলমগীর পলাতক রয়েছে। তাকে আটকের জন্য চেষ্টা চলছে।

নিহতের স্ত্রী পারভিন অভিযোগ করেন, কয়েক মাস আগে আমার স্বামী, আমার চাচাতো ভাই আলমগীরের স্ত্রীর কাছ থেকে ১০ হাজার টাকা ধার নিয়েছিলেন। টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে আমার স্বামীকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করেছে। আমি হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

কিউটিভি/অনিমা/১৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১২

▎সর্বশেষ

ad