দৌলতপুরে অটোরিক্সার ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

Anima Rakhi | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ - ১২:৩১:৪৪ পিএম

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে অটোরিক্সার ধাক্কায় রিয়াজ মন্ডল (৭৬) নামে বৃদ্ধ এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর মুক্তার মন্ডলের বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত রিয়াজ মন্ডলের বাড়ি একই ইউনিয়নের বৈরাগীরচর হাজী জুব্বারপাড়া গ্রামে।

স্থানীয়রা জানায়, বৃদ্ধ রিয়াজ মন্ডল নিজ বাড়ি থেকে সাইকেল যোগে বৈরাগীরচর বাজারে যাওয়ার পথে মুক্তার মন্ডলের বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা রিপনের মরিচ ভর্তি অটোরিক্সা চলন্ত বাইসাইকেলকে ধাক্কা দেয়।

এতে বৃদ্ধ রিয়াজ মন্ডল রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রিয়াজ মন্ডলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে গিয়াস মন্ডল থানায় অভিযোগ দিলে দৌলতপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয়।

 

 

কিউটিভি/অনিমা/০৮.১২.২০২২/দুপুর ১২:৩১

▎সর্বশেষ

ad