ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

বোচাগঞ্জে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় পদ সংখ্যা বৃদ্ধির দাবীতে প্রধানমন্ত্রীর বরাবরে স্বারকলিপি প্রদান

Anima Rakhi | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২২ - ০২:৪৭:২৬ পিএম

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০ এর পদ সংখ্যা বৃদ্ধি এবং ফলাফল প্রকাশে প্রকৃত শূন্যপদে পূরনের অপরিহার্যতা যাচাই বাছাই করার দাবীতে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্বারকলিপি প্রদান করেছে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ চাকুরি প্রত্যাশীবৃন্দ।গতকাল ৫ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর নিকট স্বারকলিপি প্রদান করা হয়। স্বারকলিপিতে উল্লেখ করা হয় যে, গত ২৮ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী, দেশরতœ শেখ হাসিনা’র নির্দেশক্রমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক-২০২০ এর ফলাফল প্রকাশে প্রকৃত শূন্যপদ পূরনের অপরিহার্যতা যাচাই বাছাইয়ের কাজ শুরু হয়েছে।

বর্তমান সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চরম শিক্ষক সংকট নিরসনে ৫৮ হাজারের মতো চলমান নিয়োগ থেকে নিয়োগ দেওয়া হবে। আমরা জানতে পেরেছি যে, অবসরজনিত কারনে পদ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এযাবৎকাল সাধারনত প্রতি নিয়োগে প্রতি ৩ জন মৌখিক পরীক্ষার প্রার্থী থেকে ১ জনকে আনুপাতিক হারে চুড়ান্ত নিয়োগ দেওয়া হতো এবং করোনায় ক্ষতিগ্রস্থ হয়ে অধিকাংশ নিয়োগ প্রার্থীরই বয়সসীমা শেষ হওয়ার পথে। এমনকি নিয়োগ বিজ্ঞপ্তিতে ৯ নম্বর পয়েন্টে বলাই আছে শূন্য পদে নিয়োগ দেওয়া হবে তাহলে কেন এই ১০/১৫ হাজার অবসরজনিত শূন্য পদে নিয়োগ নিশ্চিত করা হবে না।

পিইডিপি-৪ এর মাধ্যমে ২০২৩ সালের মধ্যে দেড় লক্ষাধিক সহকারি শিক্ষ নিয়োগের লক্ষ্যমাত্রা পূর্ণতা দানের জন্য চলমান নিয়োগ পদ সংখ্যা বৃদ্ধির মাধ্যমে উত্তীর্ণ প্রার্থীদেও সর্বোচ্চ সংখ্যক নিয়োগ আবশ্যকীয়। তাই মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মাঝ থেকে প্রতি ৩ জনে ১জনকে চড়ান্ত নিয়োগ দেওয়ার জন্য জোর সুপারিশ করেছেন মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রাত্যাশীকবৃন্দ। স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন চাকুরী প্রত্যাশী পলাশ চন্দ্র রায়, সুজন চন্দ্র রায়, রশিদুল, বিপাশা, শামীমা আরা মুক্তা, সারমিন শাহ, সাঈদ হাসান প্রমুখ।

কিউটিভি/অনিমা/০৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৭

▎সর্বশেষ

ad