
ডেস্কনিউজঃ ফুটবল বিশ্বকাপ এলে বাংলাদেশে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে তৈরি হয় অন্যরকম এক উত্তেজনা। আর এই উন্মাদনা ফুটবলকে ঘিরে। পুরো বাংলাদেশ যেন মেতে ওঠে ফুটবলের প্রেমে। আর মাত্র একদিন পর শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপ নিয়েও বাংলাদেশিদের মধ্যে চলছে চরম উত্তেজনা।
বাংলাদেশের ফুটবল সমর্থকদের আর্জেন্টিনা-ব্রাজিল মাতামাতি নিয়ে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে প্রকাশিত হয়েছে বিশেষ প্রতিবেদন।
আর এতে তুলে ধরা হয়েছে, ব্রাজিল-আর্জন্টিনা নিয়ে বিশ্বের অষ্টম জনবহুল দেশ বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে তর্ক-বিতর্ক, বিশাল বিশাল পতাকা টাঙানো, ব্রাজিল-আর্জেন্টিনার পতাকার রঙে বাড়ির বারান্দা, সেতু রাঙানোর বিষয়ও।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের রিও ডি জেনেরিও থেকে বাংলাদেশের দূরত্ব ৯ হাজার ৫০৩ মাইল। অন্যদিকে আর্জেন্টিনার বুয়েনস আয়ারসের দূরত্ব ১০ হাজার ৪২০ মাইল। তা সত্ত্বেও এ দুই দেশ নিয়ে বাংলাদেশে মাতামাতি চলে। যেসব বাংলাদেশি ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে মাতামাতি করেন তাদের সঙ্গে কখনো কোনো ব্রাজিলিয়ান বা আর্জেন্টাইনের দেখা হবে না— তা সত্ত্বেও বাংলাদেশিরা এ দুই দেশ নিয়ে উন্মাদনায় মেতে উঠতে ভালোবাসেন।
সূত্র: ওয়াশিংটনপোস্ট, টাইম
বিপুল/১৯.১১.২০২২/ রাত ১০.৪৫