ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

পাকিস্তানকে ১৩০ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

superadmin | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২২ - ০৯:৪৮:৪৯ পিএম

ডেস্কনিউজঃ এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১২৯ রান করতে পেরেছে আফগানিস্তান।

বুধবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হয় পাকিস্তান ও আফগানিস্তান। যেখানে টস জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

প্রথমে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৩.৫ ওভারে ৩৬ রান তোলে আফগানিস্তানের দুই ওপেনার হজরতউল্লাহ জাজাই ও রহমানউল্লাহ গুরবাজ। তবে গুরবাজকে ১৭ রানে বোল্ড করেন হারিস রউফ। আর মোহাম্মদ হাসনাইন ২১ রান করা জাজাইকে বোল্ড করে ফেরান।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন ইব্রাহিম জাদরান। তবে এই ব্যাটার বেশ ধীর গতির ব্যাট করেন। ৩৭ বলে ২টি চার ও একটি ছক্কা হাঁকিয়ে হারিস রউফের দ্বিতীয় শিকার হন ইব্রাহিম। শেষ দিকে রশিদ খান ১৫ বলে অপরাজিত ১৮ রান করেন।

পাকিস্তানি বোলার রউফ সর্বোচ্চ দুটি উইকেট পান।

সুপার ফোরে পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ জিতে এগিয়ে রয়েছে। তবে আফগানিস্তান শ্রীলংকার বিপক্ষে হেরেছে।

আফগানিস্তান একাদশ: হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), করিম জানাত, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ মালিক, ফজলহক ফারুকী।

পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ।

বিপুল/০৭.০৯.২০২২/ রাত ৯.৪৩

▎সর্বশেষ

ad