
মো:জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের উদ্যােগে ২৪৩ জন অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন গুইমারা রিজিয়ন।
মঙ্গলবার ৬সেপ্টেম্বর ২০২২ইং সকাল ১০টার দিকে গুইমারা রিজিয়নের শহীদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয় মাঠে রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকার সুবিধা বঞ্চিত মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,২৪ আর্টিলারি ব্রিগেড এর গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্যাঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সেনাবাহিনী পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য শিক্ষা, চিকিৎসা স্বাস্থ্যসেবা সহ পাহাড়ের স্থিতিশীলতা, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রেখে তারই ধারাবাহিতায় গুইমারা সেনা রিজিয়ন সব সময় অসহায় হতদরিদ্রদের বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে তারই অংশ হিসেবে রিজিয়নের ২শ জনের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ, ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান, ঘর নির্মানের জন্য ঢেউটিন প্রদান, বেকারত্ব দূরীকরণে স্বনির্ভরতার জন্য নারী উদ্যোগক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরন, বিদ্যুৎ বিহীন পরিবারের মাঝে সৌর বিদ্যুত বিতরন সহ সুবিধা বঞ্চিত মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ ৬৪ হাজার টাকা প্রদান করেন ২৪ আর্টিলারি ব্রিগেড এর গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্যাঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সেনাবাহিনী পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য শিক্ষা, চিকিৎসা স্বাস্থ্যসেবা সহ পাহাড়ের স্থিতিশীলতা, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রেখে তারই ধারাবাহিতায় গুইমারা সেনা রিজিয়ন সব সময় অসহায় হতদরিদ্রদের বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি। এসময় গুইমারা রিজিয়নের ব্রিগেড মেজর (বিএম) আহসানুজ্জামান, জি-থ্রী ক্যাপ্টেন ইমরান সহ রিজিয়নের সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
কিউটিভি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৪