ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

প্রতিপক্ষ ভারত; সতর্ক লঙ্কান অধিনায়ক

Ayesha Siddika | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২ - ০৩:৩৬:৩৪ পিএম

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরে হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ভারত-শ্রীলঙ্কা। এই ম্যাচটি ভারতের জন্য বলতে গেলে বাঁচামরার লড়াই। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যাওয়ায় দেয়ালে পিঠ ঠেকে গেছে রোহিত শর্মার দলের। আরেকটি হার তাদের এশিয়া কাপ থেকে বিদায় করে দিতে পারে। শ্রীলঙ্কার জিতলে তাদের ফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।

আত্মবিশ্বাসে ভরপুর শ্রীলঙ্কার সামনে মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দাঁড়াচ্ছে ধাক্কা খাওয়া ভারত। তারপরও তারা সমীহ পাচ্ছে লঙ্কানদের কাছ থেকে। দ্বীপরাষ্ট্রটির অধিনায়ক দাসুন শানাকার মতে, আইপিএলের অভিজ্ঞতা ও ম্যাচ জয়ের মানসিকতার কারণে ভারতকে মোকাবিলা করা চ্যালেঞ্জিং। 

ভারতকে হারাতে পারলেই ফাইনালের পথে বড় ধাপ ফেলবে শ্রীলঙ্কা। এই গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে সতর্ক শানাকা। এমনকি যশপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজার মতো তারকা ক্রিকেটার ছিটকে গেলেও ভারতকে কঠিন বলছেন লঙ্কান অধিনায়ক, ‘ভারতীয় দলে কে আছে সেটা কোনও ব্যাপার নয়। আইপিএল ও বিশ্বজুড়ে অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তাদের। তাদের শরীরী ভাষা ও মানসিকতা আন্তর্জাতিক মঞ্চে যে কোনও দলকে হারানোর মতো। আমরা সবাই ভালোভাবে প্রস্তুত এবং তাদের মুখোমুখি হতে উন্মুখ।’

শানাকা মনে করেন না তাদের বিপক্ষে চাপে ভারত। তিনি বলেন, ‘আগের ম্যাচে (পাকিস্তানের বিপক্ষে) তাদের খুব ভালো দল ছিল। এই মুহূর্তে তারা চাপে আছে বলা যাবে না। কারণ তারা খুব ভালো ক্রিকেট খেলছে। আমাদের দৃষ্টিভঙ্গি অন্য ম্যাচের মতোই থাকবে, ইতিবাচকভাবে খেলবো।’

 

 

কিউটিভি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:২২

▎সর্বশেষ

ad