
ডেস্ক নিউজ : সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বর্তমান সরকার কৃষিখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষকদের প্রতি চাল ও ধান উৎপাদনের পাশাপাশি খাদ্যশস্য উৎপাদনের প্রতি জোর দিতে হবে। বুধবার দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় কৃষকদের পাশে দাঁড়িয়েছে। বিভিন্ন সময় ভর্তুকির মাধ্যমে কৃষকদের মাঝে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে। সেই সঙ্গে বিনামূল্যে বীজ ও সার প্রদান এবং প্রণোদনার মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা দিয়ে যাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মনসুরের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আরব আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদ আক্তার কাকলী, উপজেলা কৃষি কর্মকর্তা সেলিনা পারভীন, মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন প্রমুখ।
কিউটিভি/আয়শা/০৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৮