
আমিনুর রশীদ চৌধুরী রুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২২ জুন) ২০২২ ইং, সকাল ১১ ঘটিকার সময়ে শ্রীমঙ্গল উপজেলা সম্মেলন কক্ষে বিনিয়োগ ও ব্যবসা উন্নয়ন সহায়তা কমিটি সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
এতে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) জনাব সন্দীপ তালুকদার এর উপস্থাপনায় সভা পরিচালনা করা হয়েছে। উক্ত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন , উপজেলা কৃষি অফিসার, নিলুফা ইয়াসমিন মোনালিসা সুইটি, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব,শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশন) মো. ফজলুল হক,শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, শ্রীমঙ্গল ব্যবসা সমিতির সাংগঠনিক সম্পাদক কদর আলী, উক্ত সভায় উপস্থিত ছিলেন,ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী,উপজেলা কর্মকর্তা অসীম কর,ব্যবসায়ী নজরুল ইসলাম, নারী উদ্দোক্তা কমিটির সদস্য মিতালি দাস সহ ভিবিন্ন পেশাজীবির মানুষ প্রমুক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, শ্রীমঙ্গলে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে মান উন্নয়ন রাখার জন্য শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে সবাই সক্রিয় ভাবে একত্র হয়ে কাজ করতে হবে এবং শ্রীমঙ্গলকে আরো এগিয়ে নিয়ে আসতে হবে,পর্যটন কেন্দ্র কে আরো সুসংগঠিত করার আহবান জানান।
কিউটিভি/আয়শা/২২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৩