১৮ মাস পর করোনায় মৃত্যুহীন মালয়েশিয়া

Anima Rakhi | আপডেট: ২০ জুন ২০২২ - ০১:৫১:২০ পিএম
আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি : সংক্রমণ শুরুর পর থেকে মালয়েশিয়ায় ১৮ মাস পর রোববার (১৯ জুন) করোনায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এদিন দেশটিতে নতুন করে ১ হাজার ৬৯০ জন রোগী শনাক্ত হলেও মারা যায়নি কেউই। এ ছাড়া শনাক্তদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি থাকলেও তেমন কোনো উপসর্গ নেই।১৮ মাস পর করোনায় মৃত্যুহীন মালয়েশিয়া স্থানীয় সময় রোববার (১৯ জুন) দেশটির স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালউদ্দিন তার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এ কথা জানান।তিনি বলেন, দীর্ঘ ১৮ মাস পর প্রথমবারের মতো করোনায় মৃত্যুহীন মালয়েশিয়া। প্রাণঘাতী মহামারি করোনা-ওমিক্রনসহ সব ধরনের কঠিন ব্যাধি থেকে মুক্ত করে দেশের অর্থনীতি পুনরুদ্ধার যেন অব্যাহত থাকে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত মালয়েশিয়ায় মোট ৪৫ লাখ ৪০ হাজার ৬১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হন। এর মধ্যে ৩৫ হাজার ৭৩২ জন কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন।এদিকে, দেশটিতে রোববার (১৯ জুন) পর্যন্ত কোভিড-১৯ ইমিউনাইজেশন প্রোগ্রাম ফর চিলড্রেনের (পিআইসিকিডস) আওতায় ৫-১১ বছর বয়সী বাচ্চাদের মাঝে মোট ১২ লাখ ৯৪ হাজার ২২৫ জনকে টিকা দেয়া হয়েছে।

কিউটিভি/অনিমা/২০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৫১

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad