
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঐতিহ্যবাহী মোগড়া উচ্চ বিদ্যালয়ের ২০২২ইং সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু শশাংক রায় চৌধুরী। মোগড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুস ছালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম চৌধুরী দ্বীপক ও মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ মতিন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য কাউসার মোল্লা, আবু কাউসার ভূইয়া, রফিকুল ইসলাম সবুজ, আব্দুল কুদ্দুস বিএ; মোঃ সোলাইমান ও আমন্ত্রিত অতিথি সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক মন্ডলী, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের পর স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু শশাংক রায় চৌধুরী। এসয় তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবছরের ন্যায় এবছরও এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, মোগড়া উচ্চ বিদ্যালয়টি এলাকার প্রাচীনতম বিদ্যাপীঠ, এটি ১৯৩০ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে শিক্ষা বিস্তারে এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জানা গেছে চলতি বছর ঐতিহ্যবাহী মোগড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ২৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
কিউটিভি/অনিমা/১৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৯