
আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি : মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে মুসলিম বিশ্বে প্রতিবাদ অব্যাহত রয়েছে। এরই মধ্যে বিজেপির দুই নেতার অবমাননাকর মন্তব্যকে সমর্থন জানিয়ে মিছিল ও সামাজিকমাধ্যমে ভিডিও প্রকাশ করার অভিযোগে চার নেপালি নাগরিককে গ্রেফতার করেছে মালয়েশিয়া পুলিশ। গ্রেফতারদের বয়স ২৬ থেকে ২৭ বছরের মধ্যে।মহানবী (সা.)-কে কটূক্তির সমর্থনে মালয়েশিয়ায় মিছিল, গ্রেফতার ৪ বৃহস্পতিবার (১৬ জুন) দেশটির বুকিত আমান অপরাধ তদন্ত বিভাগের পরিচালক দাতুক সেরি আবদ জলিল হাসান এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ভারতের হিন্দু সমাচার সংগ্রাম ও বিজেপি নেতা নূপুর শর্মার কর্মকাণ্ডের প্রতি সমর্থন জানিয়ে কুয়ালালামপুরের বাতু কেবস মন্দিরের সামনে একদল লোক জড়ো হয়ে মিছিল ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে। এরপর ফেডারেল পুলিশ সদর দফতরের ক্লাসিফায়েড ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের আইন বিভাগের কর্মকর্তাদের সহযোগিতায় সেলাঙ্গর প্রদেশের ক্লাং মেরু এলাকা থেকে চার নেপালি নাগরিককে গ্রেফতার করে ক্লাং উতারা জেলা পুলিশ সদর দপ্তর।এ ছাড়া অন্যান্য সন্দেহভাজনকে খুঁজে বের করার চেষ্টা চলছে। ভাইরাল হওয়া ভিডিওটি ইতিমধ্যে সরিয়ে নেয়া হয়েছে বলেও জানান পুলিশ।
পুলিশ জানায়, ১৯৪৮ সালের রাষ্ট্রদ্রোহ আইনের ৪(১) ধারায় উসকানিমূলক বক্তব্য দেওয়ার জন্য দণ্ডবিধির ৫০৫ (খ) ধারায় জনগণের মধ্যে ভয় বা উদ্বেগ সৃষ্টি করতে পারে এমন বিবৃতির জন্য দণ্ডবিধির ৫০৫ (বি) ধারা এবং কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া অ্যাক্ট ১৯৯৮-এর ২৩৩ ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে।এ ঘটনার তথ্যসহ যে কেউ ০৩-২২৬০৭১ এ নম্বরে বুকিত আমানের ক্লাসিফায়েড ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের সঙ্গে যোগাযোগ করতে পারবে।
কিউটিভি/অনিমা/১৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৭