ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

রাজশাহীতে ৯ ল্যাপটপ ও ৮ মোবাইল উদ্ধার

Ayesha Siddika | আপডেট: ১৭ জুন ২০২২ - ১০:২৪:৩০ এএম

ডেস্ক নিউজ : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) হলরুম থেকে ল্যাপটপ ও মোবাইল ফোন চুরির ঘটনায় সংঘবদ্ধ ৫ চোরকে গ্রেফতার করেছে আরএমপির মতিহার থানা পুলিশ। এসময় আসামিদের কাছ থেকে ৯টি চোরাই ল্যাপটপ ও ৮টি মোবাইল ফোন উদ্ধার হয়। গ্রেপ্তারকৃতরা হলো- আরিফুল ইসলাম আরিফ (২৫), জয় হোসেন (২২), সাকির হোসেন সুইট (২৫), শফিউর রহমান শাফি (২০) ও তৌশিক রহমান সিয়াম (১৭)।

আরএমপি কমিশনার ডিআইজি আবু কালাম সিদ্দিক বৃহস্পতিবার বিকালে এই বিষয়ে প্রেস ব্রিফিং করেন। চোরদের বাড়ি রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায়। তারা সবাই উচ্চশিক্ষিত, প্রযুক্তি কাজে প্রশিক্ষিত ও দক্ষ বলে জানা গেছে। তবে তারা চুরিকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন।  

 পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, সংগবদ্ধ এই চোর চক্রের সবাই শিক্ষিত ও কম্পিউটারে প্রশিক্ষিত। চুরিকেই তারা পেশা হিসেবে বেছে নেন। তারা নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রাবাস, দোকান ও বাসাবাড়ি থেকে ল্যাপটপ ও মোবাইল ফোন চুরি করে হড়গ্রামের একটি দোকানে মজুদ রাখত।

পরে এসব প্রযুক্তি পণ্য খুলে খুচরা আকারে ও গোটা বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দিত। পরে সেগুলি বিক্রি করা হতো। তিনি জানান এই চক্রের হেফাজত থেকে বিভিন্ন সময় চুরি হওয়া ৯টি ল্যাপটপ ও ৮টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ কমিশনার আরও জানান, ইতিপুর্বে যাদের ল্যাপটপ ও মোবাইল ফোন চুরি হয়েছে তারা উপযুক্ত প্রমাণসহ মতিহার থানায় যোগাযোগ করে দেখতে পারবেন। প্রমাণ হলে মালিকদের তা ফেরত দেওয়া হবে।

 

 

কিউটিভি/আয়শা/১৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:২০

▎সর্বশেষ

ad